অর্থনীতি

নিত্যপণ্যের দাম আকাশচুম্বী, বিপাকে ক্রেতারা

রাজধানীর বাজারে সবজি, মাছ-মাংস ও নিত্যপণ্যের দাম কমছেই না। সাধারণ ক্রেতাদের জন্য দৈনন্দিন বাজারে স্বস্তি পাওয়া প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে বরবটি, করলা, কাঁচামরিচসহ বেশ কয়েকটি সবজির দাম প্রতি কেজি ১০০ টাকা ছাড়িয়েছে।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাজধানীর বিভিন্ন বাজারে ঘুরে দেখা যায়, প্রতিকেজি ঢেঁড়স ৮০ টাকা, পটল ৮০ টাকা, মুলা ৮০ টাকা, পেঁপে ৩০ টাকা, বেগুন (গোল) ১০০ টাকা, ঝিঙ্গা ১০০ টাকা, চিচিঙ্গা ৮০ টাকা, ধন্দুল ৮০ টাকা, বরবটি ১০০ টাকা, করলা ১০০ টাকা, টমেটো ১৪০ টাকা, কাঁচামরিচ ২০০ টাকা এবং মিষ্টি কুমড়া ৮০ টাকা। বিক্রেতারা বলছেন, দাম বাড়ার কারণে আগের তুলনায় বিক্রি কমে গেছে, অধিকাংশ ক্রেতাই এখন আধা কেজি করে সবজি কিনছেন।

মাছ-মাংসের বাজারেও স্বস্তি নেই। ইলিশের দাম ১,৫০০ থেকে ২,৭০০ টাকা কেজি, রুই ৩৪০ থেকে ৩৮০ টাকা, পাঙ্গাস ২০০ টাকা। ব্রয়লার মুরগি ১৬৫ টাকা, সোনালী মুরগি ৩০০ টাকা, লেয়ার মুরগি ৩২০-৩৪০ টাকা এবং দেশি মুরগি ৬০০-৬৫০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। গরু মাংস ৭৫০-৮০০ টাকা এবং ছাগল-খাসি ১,০০০-১,২০০ টাকায় বিক্রি হচ্ছে।

ক্রেতারা বলছেন, ভরা মৌসুমে ইলিশসহ অন্যান্য মাছের দাম এত বেশি যে, স্বল্প আয়ের মানুষের পক্ষে বাজার সামলানো কঠিন হয়ে গেছে। মুরগির দাম কিছুটা স্বস্তি দিলেও গরু ও খাসির মাংস ক্রেতাদের নাগালের বাইরে।

বাজারের অবস্থা নিয়ন্ত্রণে নেই বলেই ক্রেতাদের দুশ্চিন্তা বাড়ছে। বিক্রেতাদের দাবি উৎপাদন ও পরিবহন খরচ বেড়ে যাওয়ায় খুচরা বাজারে স্বাভাবিক দামে বিক্রি করা সম্ভব হচ্ছে না।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন