রাজনীতি

মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি নজরুল ইসলাম খান

ছবি: সংগৃহীত ফাইল ছবি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি হয়েছেন। বুধবার (৩ সেপ্টেম্বর) দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

গেল ২১ আগস্ট চিকিৎসার জন্য নজরুল ইসলাম খান ব্যাংককে যান। চিকিৎসা শেষে ২৯ আগস্ট ঢাকায় ফেরার কথা থাকলেও চিকিৎসকদের পরামর্শে তিনি সিঙ্গাপুর যান। 

চিকিৎসকের পরামর্শে ২ সেপ্টেম্বর তাকে হাসপাতালে ভর্তি করার সিদ্ধান্ত হয় এবং ৩ সেপ্টেম্বর বিকালে তিনি মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি হন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার খোঁজ-খবর নিচ্ছেন এবং ৩ সেপ্টেম্বর বিকালে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গেও তিনি কথা বলেছেন। তার দ্রুত আরোগ্য কামনায় বিএনপি ও তার পরিবার দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন