আন্তর্জাতিক

সব রেকর্ড ভেঙে ইতিহাস গড়লো স্বর্ণের বাজার

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম নতুন রেকর্ড গড়েছে। অতীতের সব রেকর্ড ভেঙে প্রতি আউন্স (২৮.৩৫ গ্রাম) স্বর্ণের দাম ৩,৫০০ ডলার অতিক্রম করেছে।

বুধবার (০৩ সেপ্টেম্বর) প্রতি আউন্স স্বর্ণের দাম ৩,৫৩৬.৫৮ ডলার পর্যন্ত পৌঁছেছে। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৪ লাখ ৩০ হাজার ৮৪ টাকা (১ ডলার = ১২১ টাকা ধরে)। এ হিসাবে প্রতি ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ১ লাখ ৭৬ হাজার ৯৪৯ টাকায়। এর আগে স্বর্ণের দাম সর্বকালের সর্বোচ্চ ৩৫৪৬.৯৯ ডলার স্পর্শ করে।  খবর রয়টার্স

জানা যায়, মার্কিন ডলারের দুর্বলতা এবং চলতি মাসে ফেডারেল রিজার্ভ সুদের হার কমাতে পারে—এই আশঙ্কায় বিনিয়োগকারীরা স্বর্ণের দিকে ঝুঁকেছেন। এর ফলে বিশ্ববাজারে স্বর্ণের দাম লাফিয়ে বেড়েছে। 

চলতি বছর স্বর্ণের দাম ইতোমধ্যেই ৩০ শতাংশের বেশি বেড়েছে, যা ইতিহাসে সর্বোচ্চ। ক্যাপিটাল ডটকমের আর্থিক বিশ্লেষক কাইল রড্ডা জানিয়েছেন, দুর্বল অর্থনৈতিক পরিস্থিতি এবং যুক্তরাষ্ট্রের সুদহার কমানোর সম্ভাবনা স্বর্ণসহ মূল্যবান ধাতুর বাজারকে প্রভাবিত করছে। এছাড়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফেডারেল রিজার্ভের ওপর চাপ এবং সুদহার সংক্রান্ত সমালোচনাও ডলারভিত্তিক সম্পদে আস্থার সংকট তৈরি করেছে।

ট্রাম্প মাসের পর মাস ফেড ও এর চেয়ারম্যান জেরোম পাওয়েলকে সুদহার কমাতে ব্যর্থতার জন্য সমালোচনা করেছেন। সম্প্রতি তিনি ফেডের ওয়াশিংটন সদর দপ্তরের ব্যয়বহুল সংস্কারকাজ নিয়েও সমালোচনা করেছেন।

যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানিয়েছেন, ফেড স্বাধীন প্রতিষ্ঠান হলেও কিছু ভুল সিদ্ধান্তের কারণে বিনিয়োগকারীদের আস্থা কমে গেছে। পাশাপাশি প্রেসিডেন্টকে বিশেষ কিছু ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার অধিকার থাকা উচিত বলে উল্লেখ করেছেন তিনি।

সিএমই ফেডওয়াচ টুল অনুযায়ী, ব্যবসায়ীরা এখন ধরে নিচ্ছেন, ১৭ সেপ্টেম্বর ফেড সুদের হার এক-চতুর্থাংশ পয়েন্ট কমার সম্ভাবনা ৯০ শতাংশ।

সুদহার কমার আশঙ্কা এবং ফেডের স্বাধীনতা নিয়ে উদ্বেগের কারণে মার্কিন ডলারও চাপের মুখে পড়েছে। ডলারের দাম প্রতিদ্বন্দ্বী মুদ্রার তুলনায় দেড় মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ের কাছাকাছি।

অর্থনীতিবিদরা বলছেন, স্বর্ণে সরাসরি সুদ পাওয়া না গেলেও, ফেডের সুদের হার কম থাকলে স্বর্ণ বিনিয়োগকারীদের কাছে আকর্ষণীয় হয়ে ওঠে। ফলে সুদের হার কম থাকলে স্বর্ণের দাম আরও বাড়তে পারে।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন