বিনোদন

শোবিজের ঝলমলে জীবনের আড়ালে লুকিয়ে ছিল অর্থকষ্ট: অপু বিশ্বাস

ঢালিউডের জনপ্রিয় জুটি শাকিব খান ও অপু বিশ্বাস। প্রেম, গোপন বিয়ে, সন্তান জন্ম আর বিচ্ছেদ—সব মিলিয়ে তাদের ব্যক্তিজীবন সবসময়ই ছিল আলোচনার কেন্দ্রে। দর্শকের কৌতূহলও কখনো কমেনি।

শাকিব খানের সঙ্গে অসংখ্য ছবিতে অভিনয় করে সাফল্য পেয়েছিলেন অপু বিশ্বাস। একাধিক সিনেমা ব্লকবাস্টার হিট হওয়ায় তিনি পেয়েছিলেন ‘ঢালিউড কুইন’ খ্যাতিও।

২০০৮ সালে শাকিবকে গোপনে বিয়ে করেছিলেন অপু। দীর্ঘদিন গোপন রাখলেও ২০১৭ সালে ছেলে আব্রাম খান জয়ের জন্মের পর সেই খবর প্রকাশ্যে আনেন তিনি। এরপরই দাম্পত্য জীবনে ভাঙন ধরে এবং বিচ্ছেদের পথে হাঁটেন এই তারকা জুটি।

তবে ক্যারিয়ারের তুঙ্গে থাকা সময়েও অপু বিশ্বাসকে অর্থকষ্টের মুখে পড়তে হয়েছিল—এমনটাই সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজেই জানিয়েছেন তিনি।

অপুর ভাষায়, “এখন আমি আর্থিকভাবে স্বচ্ছল হলেও একসময় সত্যিই অর্থকষ্টে ভুগেছি। জয় জন্মের পর যখন ভারত থেকে দেশে ফিরি, তখন হাতে কোনো টাকা ছিল না। ব্যাংকেও এক পয়সা ছিল না। তখন বুঝেছি টাকার অভাবে মানুষ কীভাবে প্রতিটি দিন হিসেব করে বাঁচে। সেই সময় থেকেই আমি অনেকটা মিতব্যয়ী হয়ে যাই।”

তিনি জানান, সিনেমা করার সময় সোনার গয়নার প্রতি শখ ছিল প্রবল। দেশে-বিদেশে যেখানেই পছন্দ হতো, কিনে ফেলতেন। তখন সেটি ছিল নিছক শখ। কিন্তু সেই গয়নাগুলোই জীবনের কঠিন সময়ে ভরসা হয়ে দাঁড়ায়।

অপুর ভাষায়, “সেই সময় আমি অনেকগুলো সোনার গয়না বিক্রি করে টাকাপয়সা পাই। সেটিই আমাকে সংকট সামলাতে সাহায্য করে।”

এরপর আবার অভিনয়ে ফিরলেও আগের মতো সাফল্য পাননি অপু। বর্তমানে তিনি সিনেমার পাশাপাশি বিভিন্ন পণ্য ও প্রতিষ্ঠানের প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। একইসঙ্গে শুরু করেছেন ব্যবসায়িক উদ্যোগও।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন