বিনোদন

জামিন পেলেন অপু বিশ্বাস

বোরকা পরে আদালতে অপু বিশ্বাস

ছবি: সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানের সময় হত্যাচেষ্টার অভিযোগে চিত্রনায়িকা অপু বিশ্বাসকে জামিন দিয়েছেন আদালত। রোববার (১৩ জুলাই) ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ মোস্তাফিজুর রহমান এই আদেশ দেন।

অপু বিশ্বাসের আইনজীবী আবুল বাশার কামরুল জানান, অপু বিশ্বাস ২ জুন হাইকোর্ট থেকে ছয় সপ্তাহের আগাম জামিন পান।  সেই জামিনের পরিপ্রেক্ষিতে তিনি গেল বৃহস্পতিবার (১০ জুলাই) মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির হয়ে জামিনের আবেদন জানান।  পরে রোববার আদালতে আত্মসমর্পণ করলে বিচারক তার জামিন মঞ্জুর করেন।  এ বছর মার্চ মাসে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এক ব্যক্তির দায়ের করা মামলায় অপু বিশ্বাসসহ ১৭ জন অভিনয়শিল্পীকে আসামি করা হয়। 

মামলার অভিযোগ, তারা সরকারকে বিপুল অর্থ জোগান দিয়ে ছাত্র আন্দোলন দমনে সহযোগিতা করেছেন। মামলার অভিযোগে আরও বলা হয়, ছাত্র আন্দোলনকে সমর্থন না করে এই শিল্পীরা বিরোধী শক্তি হিসেবে কাজ করেছেন।  এর ফলে আন্দোলন চলাকালীন সময়ে বাদী এনামুল হক আহত হন এবং তার ডান পায়ে গুলি লাগে।

উল্লেখ্য, মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অভিনেত্রী সুবর্ণা মোস্তফা, সোহানা সাবা, মেহের আফরোজ শাওন, অপু বিশ্বাস, সাইমন সাদিক, জায়েদ খানসহ আরও অনেকে আসামি হয়েছেন।

এসকে//

এ সম্পর্কিত আরও পড়ুন