নুরের উপর হামলা বিচ্ছিন্ন নয়, গভীর ষড়যন্ত্রের অংশ : অ্যাটর্নি জেনারেল
গণঅধিকার পরিষদের নেতা নুরুল হক নুরের উপর সাম্প্রতিক হামলার ঘটনাকে “বিচ্ছিন্ন নয়, বরং একটি সুগভীর ষড়যন্ত্র ও চক্রান্তের অংশ” বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।
শনিবার (৩০ আগস্ট) দুপুরে ঝিনাইদহে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কার্যালয় উদ্বোধন শেষে তিনি এ মন্তব্য করেন।
অ্যাটর্নি জেনারেল বলেন, “এটি একটি অত্যন্ত ন্যাক্কারজনক ঘটনা। জাতীয় পার্টি ১৯৮২ থেকে ১৯৯০ সাল পর্যন্ত মানুষের রক্তের সাথে বেঈমানি করেছে। তারা জুলাই বিপ্লবে আওয়ামী লীগকে সহযোগিতা করেছে। সাম্প্রতিক ঘটনায় তাদের সেই পুরোনো ইতিহাস আবারও উন্মোচিত হয়েছে। তাই দলটিকে নিষিদ্ধ করার যে দাবি উঠেছে, তা আইনগতভাবে খতিয়ে দেখা হবে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।”
তিনি বলেন, গণতন্ত্রের নামে যারা সহিংসতা ও ষড়যন্ত্রে লিপ্ত হয়, তাদের কার্যকলাপ জনগণ ও রাষ্ট্রের জন্য মারাত্মক ক্ষতিকর।
এর আগে সকাল ১০টার দিকে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের পাশে টেলিভিশন সেন্টার পাড়ায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কার্যালয়ের উদ্বোধন করেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।
আই/এ