শিক্ষা

সায়েন্সল্যাব ছেড়েছেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠার খসড়া অধ্যাদেশ বাতিলের দাবিতে সোমবার (০১ ডিসেম্বর) সকালে ঢাকা কলেজের উচ্চমাধ্যমিক বিভাগের শিক্ষার্থীরা রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান নেন। সকাল ১০টা ৩৫ মিনিট থেকে শুরু হওয়া এই অবরোধ এক ঘণ্টা পর, বেলা ১১টা ২০ মিনিটে তুলে নেয় তারা।

আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ, সাত কলেজ নিয়ে আলাদা বিশ্ববিদ্যালয় গঠন করার পরে উচ্চমাধ্যমিক শ্রেণির কি হবে সেটি নিয়ে স্পষ্ট ধারণা নেই। অনেকেই চাচ্ছে উচ্চমাধ্যমিক শ্রেণির বিলুপ্তি। অথচ ঢাকা কলেজের উচ্চমাধ্যমিকের শত বছরে ইতিহাস রয়েছে। এসব প্রস্তাবের কারণে তারা আন্দোলনে নেমেছেন।

এ সময় তাদের ‘স্কুলিংয়ের ঠাঁই নাই, ঢাকা কলেজের আঙিনায়’, ‘অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’, ‘স্কুলিংয়ের বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন’, ‘স্কুলিংয়ের ঠিকানা, এই ক্যাম্পাসে হবে না’ ইত্যাদি সম্বলিত স্লোগান দিতে দেখা যায়।

শিক্ষার্থীদের অবরোধ তুলে নেওয়ার পর বর্তমানে সায়েন্সল্যাব মোড় দিয়ে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

ঢাকা কলেজে উচ্চ মাধ্যমিক বহাল রাখা এবং কলেজের স্বকীয়তা রক্ষার দাবিতে এর আগেও আন্দোলন করেছেন শিক্ষালয়টির উচ্চমাধ্যমিকের শিক্ষার্থীরা। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি বাতিলের পর রাজধানীর সাতটি সরকারি কলেজ নিয়ে গঠিত হতে যাওয়া ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশের খসড়া পুনর্মূল্যায়ন ও পরিমার্জন করছে শিক্ষা মন্ত্রণালয়। পরিমার্জনের পর অধ্যদেশ চূড়ান্ত করে নতুন বিশ্ববিদ্যালয় গঠন করতে কতটা সময় লাগবে-সে বিষয়ে মন্ত্রণালয় এখনও স্পষ্ট কিছু জানায়নি।

এমন বাস্তবতায় ‘অস্তিত্ব পেতে যাওয়া’ উচ্চশিক্ষা প্রতিষ্ঠানটির প্রথম ব্যাচে ভর্তি হওয়া ২০২৪-২৫ শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের ক্লাস শুরু হয়েছে রোববার।

ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর সরকারি বাঙলা কলেজ এবং সরকারি তিতুমীর কলেজ নিয়ে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় গঠনের কার্যক্রম যখন চলছে, তখন এর কাঠামো নিয়ে কলেজগুলোর শিক্ষক শিক্ষার্থীরা মুখোমুখি অবস্থানে রয়েছেন।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন