বিশ্বে প্রথম কার্যকর এইডস টিকা তৈরির পথে রাশিয়া
ভাইরাসজনিত প্রাণঘাতী রোগ এইডস প্রতিরোধে বিশ্বের প্রথম কার্যকর টিকা তৈরির উদ্যোগ নিয়েছে রাশিয়া। রাষ্ট্রীয় গবেষণা প্রতিষ্ঠান গামালিয়া ন্যাশনাল সেন্টার ইতোমধ্যে টিকা তৈরির কাজ শুরু করেছে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী চললে আগামী দুই বছরের মধ্যেই বাজারে আসতে পারে টিকাটি।
বুধবার (২৭ আগস্ট) রুশ রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা রিয়া নভোস্তির বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রাশিয়া টুডে।
প্রতিবেদনে বলা হয়, টিকাটি তৈরি হবে সর্বাধুনিক এমআরএনএ প্রযুক্তি ব্যবহার করে। সরাসরি ভাইরাস নয়, বরং ভাইরাসের নির্দিষ্ট প্রোটিন/জেনেটিক উপাদান শরীরে প্রবেশ করানো হবে। এতে দেহের রোগ প্রতিরোধ ব্যবস্থা শক্তিশালী হয়ে বিস্তৃত অ্যান্টিবডি সুরক্ষা তৈরি করবে।
কোভিড-১৯ টিকা তৈরিতেও ব্যবহার করা হয়েছিল এই পদ্ধতিটি।
গামালিয়া সেন্টারের মহামারিবিদ্যা বিভাগের প্রধান ভ্লাদিমির গুশচিন জানিয়েছেন, ‘আমরা এমন এক অ্যান্টিজেন তৈরি করছি, যা মানবদেহে প্রবেশ করলে শক্তিশালী রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করতে পারবে। আশা করছি, দুই বছরের মধ্যে এইডসের কার্যকর টিকা বাজারে আনতে সক্ষম হবো।’
এইডসের উৎপত্তি এইচআইভি ভাইরাসে সংক্রমণের মাধ্যমে। ১৯৮১ সালে যুক্তরাষ্ট্রে প্রথম এই রোগী শনাক্ত হয়।
বর্তমানে এইচআইভি মূলত ছড়ায় অনিরাপদ যৌন সম্পর্ক, ব্যবহৃত সূঁচ এবং মায়ের শরীর থেকে সন্তানে।
বিশ্বস্বাস্থ্য সংস্থা তথ্য মতে, ২০১৮ সালে প্রায় ১০ লাখ মানুষ এইডসে মারা গেছেন। জাতিসংঘের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে আক্রান্তের সংখ্যা প্রায় ১৩ লাখ, যা ২০১০ সালের তুলনায় ৪০% কম।
গামালিয়ার বিশ্বে প্রথম করোনা টিকা ‘স্পুটনিক-ভি’ তৈরি করেছিল, যার কার্যকারিতা ছিল ৯৭% এর বেশি। ৭০টিরও বেশি দেশে এই টিকা ব্যবহৃত হয়। এ কারণে গবেষণা মহলে এই প্রতিষ্ঠানটির নতুন এইডস টিকা নিয়েও আশাবাদ তৈরি হয়েছে।
এমএ//