আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে অনুমোদিত নতুন এইচআইভি প্রতিরোধক ইনজেকশন

যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) সম্প্রতি এইচআইভি (এইডস) প্রতিরোধে একটি অত্যাধুনিক ওষুধের অনুমোদন দিয়েছে, যা ভাইরাসের বিরুদ্ধে প্রায় ৯৯.৯৯% কার্যকরী বলে প্রমাণিত হয়েছে। এই ওষুধটির নাম ‘ইয়েজটুগো’ বা ‘লেনাক্যাপাভির’ এবং এটি শুধুমাত্র বছরে দুটি ইনজেকশন দিয়েই সংক্রমণ প্রতিরোধ করতে সক্ষম।

গিলিয়াড সায়েন্সেস কর্তৃক তৈরি এই ওষুধটি ইতোমধ্যেই বিশ্বব্যাপী সহজলভ্য করার জন্য ছয়টি জেনেরিক প্রস্তুতকারকের সঙ্গে একটি রয়্যালটি-মুক্ত লাইসেন্স চুক্তি করেছে।  এর ফলে উন্নয়নশীল দেশগুলোতেও এই জীবন রক্ষাকারী ওষুধটি সাশ্রয়ী মূল্যে পাওয়া যাবে, যা শতাধিক মানুষের জীবন বাঁচানোর সম্ভাবনা সৃষ্টি করেছে।

লেনাক্যাপাভির একটি নতুন শ্রেণীর ক্যাপসিড ইনহিবিটর (capsid inhibitor), যা এইচআইভি-১ ভাইরাসের ক্যাপসিড প্রোটিন শেলের কার্যক্রমে বাধা সৃষ্টি করে। এর ফলে ভাইরাসটি মানব কোষে প্রবেশ করতে পারে না এবং তার বংশবৃদ্ধি থেমে যায়।  এতে এটি প্রি-এক্সপোজার প্রোফিল্যাক্সিস (প্রিট) পদ্ধতির অংশ হিসেবে কাজ করে, যা এইচআইভি-নেগেটিভ ব্যক্তিদের ৯৯% সুরক্ষা প্রদান করে।

২০২৪ সালে সায়েন্স’ সাময়িকী এই ওষুধটিকে ‘বছরের যুগান্তকারী আবিষ্কার’ হিসেবে ঘোষণা করেছে, যা চিকিৎসা ক্ষেত্রের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।  গিলিয়াড সায়েন্সেস এর চেয়ারম্যান ও সিইও ড্যানিয়েল ওডে বলেন, "এটি আমাদের সময়ের অন্যতম বৈজ্ঞানিক সাফল্য এবং এর মাধ্যমে এইচআইভি মহামারি মোকাবিলার একটি নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে।"

এই ওষুধটির কম ইনজেকশন প্রয়োগের সুবিধা এবং বিস্তৃত কার্যকারিতা এটি এইচআইভি প্রতিরোধে এক বিপ্লবী পদক্ষেপ হিসেবে পরিগণিত হচ্ছে।  লাখ লাখ মানুষের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ জীবন রক্ষাকারী উপকরণ হয়ে উঠতে পারে, বিশেষ করে উন্নয়নশীল দেশগুলোতে যেখানে এই রোগের সংক্রমণ বেশি।  এখন ইয়েজটুগো’ হতে যাচ্ছে এইচআইভি মোকাবিলার একটি কার্যকরী ও সাশ্রয়ী উপায়, যা এই মহামারী থেকে বিশ্বব্যাপী মুক্তি পাওয়ার এক সম্ভাবনা তৈরি করেছে।

সূত্র : নিউ অ্যাটলাস

এসকে// 

এ সম্পর্কিত আরও পড়ুন