গাজায় ইসরাইলি হামলায় ৯০ শতাংশ স্কুল ধ্বংস
গাজায় ইসরাইলের ২২ মাসের বেশি সময় ধরে হামলায় ৯০ শতাংশের বেশি স্কুল ধ্বংস হয়েছে। এর মধ্যে জাতিসংঘের পরিচালিত স্কুলও রয়েছে। এই স্কুলগুলো এখন পুনরায় নির্মাণ করা ছাড়া আর ব্যবহারযোগ্য অবস্থায় নেই।
গেলো রোববার জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনআরডব্লিউএ এ তথ্য জানিয়েছে।
সংস্থাটির সর্বশেষ হিসাব অনুযায়ী, ইসরাইলের হামলায় গাজার ৫৬৪টি স্কুলের মধ্যে ৯৭ শতাংশের ক্ষয়ক্ষতি হয়েছে। আর ৫১৮টি বা ৯১ দশমিক ৮ শতাংশ স্কুলের কার্যক্রম আবার শুরু করার জন্য সেগুলোর পুনরায় নির্মাণ বা বড় পরিসরে সংস্কারকাজের প্রয়োজন।
এনএস/