আন্তর্জাতিক

ধেয়ে আসছে ঘূর্ণিঝড়ের তাণ্ডব, ৫ লাখেরও বেশি মানুষকে সরানোর নির্দেশ

ভিয়েতনামে তীব্র শক্তির ঘূর্ণিঝড় কাজিকি ধেয়ে আসছে। যেটি দেশের উপকূলে আঘাত হানতে পারে এবং এর তীব্রতা আরও বাড়তে পারে। ঘূর্ণিঝড়ের সম্ভাব্য ক্ষতি থেকে জনগণকে রক্ষা করতে সরকার ৫ লাখ ৮৬ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতে নির্দেশ দিয়েছে।

২৫ আগস্ট (সোমবার) বিবিসি জানায়, এই ঘূর্ণিঝড়ের কারণে বাতাসের গতি এখন ১৬৬ কিলোমিটার প্রতি ঘণ্টায় পৌঁছেছে এবং এটি উপকূলে আঘাত হানার সময় আরও তীব্র হতে পারে। ভিয়েতনামের থান হোয়া, কোয়ান ত্রি, হিউ এবং ডা নাগ প্রদেশের বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে চলে যেতে বলা হয়েছে। এছাড়া ঘূর্ণিঝড়ের প্রভাবে ভিয়েতনাম এয়ারলাইন্স রবিবার ও সোমবারের মোট ২২টি ফ্লাইট বাতিল করেছে এবং মাছ ধরার নৌকা ও পর্যটন জাহাজকে সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

এদিকে ঘূর্ণিঝড় কাজিকি চীন এর হাইনান প্রদেশ অতিক্রম করেছে এবং আবহাওয়া অফিস জানিয়েছে, এটি ৩২০ মিলিমিটার বৃষ্টিপাত সৃষ্টি করতে পারে।  পরবর্তীতে ঘূর্ণিঝড়টি তাইওয়ান পৌঁছালে কিছুটা দুর্বল হলেও বাতাসের গতি ২০০ কিলোমিটার প্রতি ঘণ্টা থাকবে এবং বৃষ্টিপাত ৩০০-৪০০ মিলিমিটার হতে পারে।

ভয়াবহ জলোচ্ছ্বাসের আশঙ্কাও রয়েছে, যার উচ্চতা ২ থেকে ৪ মিটার (৬.৬-১৩ ফুট) হতে পারে। বন্যা মোকাবিলায় ইতোমধ্যে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।

গেল বছরের ঘূর্ণিঝড় ইয়াগির মতো কাজিকিও ভয়াবহ হতে পারে। যার কারণে ভিয়েতনামে ৩০০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছিল বলে আশঙ্কা করা হচ্ছে।

সূত্র : বিবিসি 

এসকে//

এ সম্পর্কিত আরও পড়ুন