ঘূর্ণিঝড় মোন্থার আঘাতে লণ্ডভণ্ড ভারতের অন্ধ্রপ্রদেশ, নিহত ১
ঘূর্ণিঝড় মোন্থার আঘাতে ভারতের অন্ধ্র প্রদেশের কাকিনাডা উপকূল অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে । ঝড়ের তাণ্ডবে গাছ উপড়ে পড়ে একজনের মৃত্যু এবং দুইজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
বুধবার (২৯ অক্টোবর) ভারতীয় সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইন্ডিয়া এই তথ্য জানিয়েছে।
এছাড়া প্রতিবেশী রাজ্য ওড়িশার ১৫টি জেলায়ও স্বাভাবিক জীবনযাত্রা বিপর্যস্ত হয়েছে। স্থানীয় সরকারের হিসাব অনুযায়ী, ঝড়ে ৩৮ হাজার হেক্টর কৃষিজমির ফসল এবং ১ লাখ ৩৮ হাজার হেক্টর উদ্যান ফসল পুরোপুরি নষ্ট হয়ে গেছে।
দুর্যোগকবলিত এলাকা থেকে ইতোমধ্যে ৭৬ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে। চিকিৎসার জন্য ২১৯টি অস্থায়ী মেডিক্যাল ক্যাম্প খোলা হয়েছে এবং দুর্গতদের সহায়তায় কাজ চলছে।
এছাড়াও, ঝড়ের কারণে আরও দুই দিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা দিয়েছে স্থানীয় সরকার। উদ্ধারকর্মীরা সড়ক পরিষ্কার ও ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা শুরু করেছেন।
এসএইচ//