প্রশাসনের ধাওয়া খেয়ে ড্রেজার মেশিন ফেলে পালালো বালু উত্তোলনকারীরা
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় করতোয়া নদীতে প্রশাসনের বিশেষ অভিযান পরিচালনা করে অবৈধ ড্রেজার মেশিনসহ বিভিন্ন মালামাল আটক করেছে তেঁতুলিয়া উপজেলা প্রশাসন৷ তবে আগেই প্রশাসনের উপস্থিতি টের পেয়ে ড্রেজার মেশিন ফেলে পালিয়ে যায় বালু উত্তোলনকারীরা।
বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার ভজনপুর ইউনিয়নের গনাগছ এলাকায় করতোয়া নদীতে অভিযান পরিচালনা করেন তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজ শাহীন খসরু।
অভিযানের সময় অবৈধ ভাবে পাথর ও বালু উত্তোলনে ব্যবহৃত ৫টি ড্রেজার মেশিন,পাম্প,পাইপসহ বিভিন্ন মালামাল জব্দ করে প্রশাসন। অভিযানের খবর পেয়ে ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায় জড়িত অসাধুরা চক্রের সদস্যরা৷ পরে মেশিনসহ মালামালগুলো তেঁতুলিয়া মডেল থানায় নিয়ে যাওয়া হয়। এঘটনায় মামলা দায়ের করা হবে বলে জানা গেছে।

অভিযানে তেঁতুলিয়া মডেল থানার পুলিশ, বিজিবি সদস্য, জনপ্রতিনিধি ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।
এ অভিযান চলমান থাকবে বলে ইউএনও জানিয়েছেন।
আই/এ