প্রতিশোধ নিতে শিক্ষকের গলায় ছুরি চালিয়ে হত্যা চেষ্টা শিক্ষার্থীর
রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজে শিক্ষকের গলায় ছুরি চালিয়ে হত্যা চেষ্টা করেছে এক শিক্ষার্থী। মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থী হঠাৎ করে তার শিক্ষকের গলায় ছুরি চালানোর চেষ্টা করে। প্রতিরোধ করতে গেলে শিক্ষকের গলা ও হাতে আঘাত লাগে। পরে দ্রুত তাকে হাসপাতালে নেয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তিনি বাসায় ফিরে যান।
প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ ব্যাগ থেকে ছুরি বের করে শিক্ষককে আক্রমণ করে ওই শিক্ষার্থী। শিক্ষকের গলায় ছুরি ধরলে তিনি নিজেকে রক্ষা করার চেষ্টা করেন। এতে ঘটনাস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। শিক্ষার্থীরা চিৎকার-চেঁচামেচি শুরু করলে স্কুল ক্যাম্পাসে উত্তেজনা দেখা দেয়।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র গাজিউর রহমান বলেন, “স্কুলে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। এখনো আনুষ্ঠানিক অভিযোগ জমা হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।”
স্কুল কর্তৃপক্ষ জানায়, শৃঙ্খলা ভঙ্গের দায়ে ২০২৩ সালে ওই শিক্ষার্থীকে টিসি দিয়ে বহিষ্কার করা হয়েছিল। অভিযোগ ছিল এক আত্মীয়ের সহায়তায় তিনি একজন শিক্ষকের মোবাইল নম্বর ক্লোন করে অন্য শিক্ষকদের কাছে অশোভন বার্তা, ছবি ও ভিডিও পাঠাতেন।
এ বিষয়টির জন্য প্রতিষ্ঠান সাইবার টিমের সহায়তা নেয়। তদন্তে তিনি ধরা পড়ে যান। সে সময় মেয়েটি তার অপরাধ স্বীকারও করে। এর পর তাকে টিসি দিয়ে স্কুল থেকে বের করে দেয়া হয়। শিক্ষকদের ধারণা, সেই ঘটনার প্রতিশোধ নিতে গিয়েই তিনি এ হামলার চেষ্টা করেছেন।