আওয়ামী লীগ আমলের প্রিজাইডিং,পোলিং অফিসারদের বাদ দেয়ার দাবি রিজভীর
আওয়ামী লীগ আমলের প্রিজাইডিং,পোলিং অফিসারদের বাদ দেয়ার দাবি জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, “ আওয়ামী লীগের আমলে ১৬ হাজার ৩৯৯ জন প্রাইমারি স্কুলের শিক্ষক নেওয়া হয়েছে। এর মধ্যে ৫০ থেকে ৬০ শতাংশ হচ্ছে- আওয়ামী লীগের খাস, তাদের দলীয় লোকজন। এরা যদি পোলিং অফিসার হয়, প্রিজাইডিং আফিসার হয়- তাহলে কী অবাধ সুষ্ঠু নির্বাচন হবে? হবে না।
সোমবার (১৮ আগস্ট) দুপুরে শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানানোর পর তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, “এরা তো গায়ের জোরে নিয়োগ পেয়েছে। এরা কোনো মেধার প্রতিযোগিতা না করে নিয়োগ পেয়েছে; একমাত্র তাদের ক্রাইটেরিয়া ছিল উত্তীর্ণ হওয়ার, চাকুরি পাওয়ার- সে ছাত্রলীগ করে কি না? সে যুবলীগ করে কি না? সে আওয়ামী লীগ করে কি না? এভাবেই তারা(আওয়ামী লীগ সরকার)প্রশাসন সাজিয়েছে। এদেরকে প্রশাসন থেকে ক্লিন করতে হবে, ভোট প্রক্রিয়া থেকে বাদ দিতে হবে।”
তিনি বলেন, “আমরা চাই না- বিএনপির লোকজনকে বেছে বেছে দিতে হবে; তা না। আমরা চাই, যারা নিরপেক্ষ, যারা কোনো দিকে বায়াসড না- এরকম ব্যক্তিদেরকে পোলিং অফিসার, প্রিজাইডিং অফিসার করা উচিত’’।
এদিকে রাতে ঢাকায় এক অনুষ্ঠান শেষে বিভিন্ন মিশনে রাষ্ট্রপতির ছবি সরানোর বিষয়ে তিনি আরও বলেন, “সরকার একটি নীতি ঘোষণা করেছে, জিরো পোর্ট্রেট নীতি। সেই নীতির অংশ হিসেবেই তারা রাষ্ট্রপতির ছবি সরিয়েছে। এখন এটা কতটা যৌক্তিক বা অযৌক্তিক—দলীয়ভাবে আলোচনা করে পরে আমরা এ বিষয়ে মন্তব্য করব।”
আই/এ