আন্তর্জাতিক

পাকিস্তানে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৫

পাকিস্তানে বন্যাদুর্গত খাইবার পাখতুনখোয়া প্রদেশে বন্যায় ত্রাণ সহায়তার সময় শুক্রবার একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে হেলিকপ্টারে থাকা ৫ উদ্ধারকর্মী নিহত হয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন প্রদেশের মুখ্যমন্ত্রী আলী আমিন গান্দাপুর। টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

নিহত ক্রুরা হলেন- গ্রুপ ক্যাপ্টেন (অব.) আফতাব ইকবাল, লেফটেন্যান্ট কর্নেল শহীদ সুলতান (পাইলট), ক্যাপ্টেন সেলিম ইকবাল, অবসরপ্রাপ্ত ফ্লাইট ইঞ্জিনিয়ার মুহাম্মদ জব্বার (ক্রু প্রধান) এবং অবসরপ্রাপ্ত টেকনিশিয়ান মুখতিয়ার আলী।  

এমআই-১৭ মডেলের হেলিকপ্টারটি শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে বাজাউরের উদ্দেশ্যে উড্ডয়ন করে। তবে দুপুরের দিকে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে বিধ্বস্ত অবস্থায় বিকেল ৪টায় মোহমান্দে বিমানটি পাওয়া যায়।

দুর্ঘটনাস্থলটি প্রায় ৮ হাজার মিটার উচ্চতায় একটি দুর্গম পাহাড়ে অবস্থিত। যা জনবসতি থেকে অনেক দূরে, ফলে উদ্ধার প্রচেষ্টা বেশ কঠিন হয়ে পড়ে।

পাকিস্তানে আকস্মিক বন্যা ও ভূমিধসে এখন পর্যন্ত অন্তত ৩২১ জন প্রাণ হারিয়েছেন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে খাইবার পাখতুনখোয়া। প্রদেশটিতে অন্তত ৩০৭ জন মারা গেছেন। 

এনএস/ 

এ সম্পর্কিত আরও পড়ুন