আন্তর্জাতিক

পাকিস্তানে বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ৩২১

পাকিস্তানে হঠাৎ শুরু হওয়া মেঘভাঙা বৃষ্টির কারণে সৃষ্ট আকস্মিক বন্যা ও ভূমিধসে এখন পর্যন্ত অন্তত ৩২১ জন প্রাণ হারিয়েছেন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে খাইবার পাখতুনখোয়ায়। প্রদেশটিতে অন্তত ৩০৭ জন মারা গেছেন।

শনিবার (১৬ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা

পাকিস্তানের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বরাতে বলা হয়, উত্তর পাকিস্তানের বিভিন্ন অঞ্চলে ভারী বর্ষার কারণে সৃষ্ট ভূমিধস ও আকস্মিক বন্যায় মৃত্যুর সংখ্যা বেড়ে অন্তত ৩২১ জনে দাঁড়িয়েছে। মৃতদের মধ্যে ৩০৭ জনের মৃত্যু হয়েছে উত্তরপশ্চিম পাকিস্তানের পার্বত্য খাইবার পাখতুনখাওয়া প্রদেশে। এছাড়া গিলগিট-বালতিস্তানের উত্তরাঞ্চলে ৫ জন এবং পাকিস্তানশাসিত কাশ্মীরে আরও ৯ জনের মৃত্যু হয়েছে।

এর আগে বৃহস্পতিবার থেকে শুরু হওয়া ভারী বৃষ্টিপাতে পাকিস্তানের বহু এলাকা প্লাবিত হয়ে যায়। 

এদিকে, ত্রাণ কার্যক্রম পরিচালনার সময় একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দুই পাইলটসহ পাঁচজন নিহত হয়েছেন। পাকিস্তান শাসিত কাশ্মীরেও ভূমিধসের ঘটনায় প্রাণহানি ঘটেছে। নীলম ও ঝিলম উপত্যকায় আটজন নিহত এবং প্রায় ৫০০ পর্যটক আটকা পড়েছেন।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ দুর্যোগ পরিস্থিতি মোকাবিলায় উচ্চপর্যায়ের বৈঠক ডাকেছেন। প্রদেশটিতে একদিনের শোক ঘোষণা করা হয়েছে। সেনাবাহিনীসহ জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী উদ্ধার ও ত্রাণ কার্যক্রম চালাচ্ছে। তবে প্রশাসনের আশঙ্কা, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন