দেশজুড়ে

কচুরিপানার নিচ থেকে সাবরেজিস্ট্রারের মরদেহ উদ্ধার‎

কুড়িগ্রামের নাগেশ্বরী শহরের মডেল মসজিদের পাশের গেদ্ধারের বিলের কচুরিপানার নিচ থেকে সহিবুর রহমান স্বপন প্রধান (৬৫) নামের এক অবসরপ্রাপ্ত সাবরেজিস্টারের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে নিহতের সৎভাই তালহাকে আটক করেছে পুলিশ।

শনিবার (১৬ আগস্ট) সকালে মডেল মসজিদে নামাজ পড়তে আসা স্থানীয় মুসল্লিরা কচুরিপানার ভেতরে মরদেহটি দেখতে পেয়ে থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা বায়ান্ন টিভিকে বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত স্বপন প্রধান নাগেশ্বরী পৌরসভার সাতানীপাড়া এলাকার বাসিন্দা এবং মুজিব সরকার কর্মচারী হিসেবে সাবরেজিস্টার পদে কর্মরত ছিলেন। অবসরে যাওয়ার পর তিনি শহরের গেদ্ধারের বিলের পাশে জমি কিনে লেক সিটি নামে একটি প্রকল্প গড়ে তোলেন। এছাড়া বিলের পাড়েই হলিকেয়ার ক্লিনিক নামে একটি প্রতিষ্ঠানের ঘর ভাড়া দিয়েছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, তিনি প্রায় সময় ওই ক্লিনিকের পাশে একটি গোলঘরে বসতেন। ধারণা করা হচ্ছে, শুক্রবার রাতে অজ্ঞাত কেউ তাকে হত্যা করে মরদেহ কচুরিপানার নিচে ফেলে রেখে যায়। মরদেহ উদ্ধারের পর প্রাথমিকভাবে পুলিশেরও ধারণা, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড।

ওসি রেজাউল করিম রেজা বলেন, “মরদেহ কচুরিপানার নিচে লুকানো অবস্থায় পাওয়া গেছে। প্রাথমিকভাবে আমরা ধারণা করছি তাকে হত্যা করে মরদেহ গোপন করার চেষ্টা করা হয়েছে। তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটন করা সম্ভব হবে।

মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন