বিনোদন

আজ ব্যান্ডসংগীতের কিংবদন্তি আইয়ুব বাচ্চুর জন্মদিন

ব্যান্ডসংগীতের কিংবদন্তি আইয়ুব বাচ্চুর আজ শনিবার (১৬ আগস্ট) জন্মদিন। ১৯৬২ সালে চট্টগ্রামে জন্মগ্রহণ করা এই রকস্টার ২০১৮ সালে আমাদের মাঝে না থাকলেও তার রেখে যাওয়া সংগীত এবং সুর আজও আমাদের হৃদয়ে বেঁচে আছে।

আইয়ুব বাচ্চু ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী। তিনি একাধারে গায়ক, গীতিকার, সুরকার এবং সংগীত পরিচালক ছিলেন। তিনি এলআরবি ব্যান্ডের মাধ্যমে বাংলাদেশের ব্যান্ডসংগীতকে নতুন উচ্চতায় নিয়ে গেছেন। তার সুর করা এবং গাওয়া গানগুলো, যেমন ‘ফেরারি মন’, ‘চলো বদলে যাই’, ‘রুপালি গিটার’ এবং ‘আমি বারো মাস তোমায় ভালোবাসি’, আজও প্রজন্মের পর প্রজন্মের শ্রোতাদের হৃদয়ে অম্লান হয়ে আছে।

আইয়ুব বাচ্চুর গিটার দক্ষতা ছিল এক কথায় অবিশ্বাস্য এবং তিনি ছিলেন সাধারণ মানুষের কাছে একজন প্রিয় শিল্পী।  তার একক ক্যারিয়ারও ছিল অত্যন্ত সফল। তার প্রথম একক অ্যালবাম ‘রক্তগোলাপ’ এবং দ্বিতীয় অ্যালবাম ‘ময়না’ সংগীতপ্রেমীদের হৃদয় জয় করে নেয়।

আইয়ুব বাচ্চুর গানগুলো আজও আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ এবং তার প্রতিটি সৃষ্টিই আমাদের কাছে এক অমূল্য রত্ন। তার গিটার এবং সুরের যাদু যেন কখনও পুরনো হবে না এটি তার শিল্পের অমর মাধুরী, যা চিরকাল বেঁচে থাকবে আমাদের মনে।

এসকে//

এ সম্পর্কিত আরও পড়ুন