মাটির নিচে লুটের পাথর, দুই দিনে উদ্ধার এক লাখ ঘনফুট
সিলেটের ভোলাগঞ্জ ‘সাদাপাথর’ এলাকা থেকে লুট হওয়া বিপুল পরিমাণ পাথর মাটির নিচে লুকিয়ে রাখা হয়েছিল। জেলা প্রশাসনের টানা অভিযানে দুই দিনে উদ্ধার হয়েছে প্রায় এক লাখ ঘনফুট পাথর।
শুক্রবার (১৫ আগস্ট) কোম্পানীগঞ্জ উপজেলার কলাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে মাটিচাপা অবস্থায় বিপুল পরিমাণ পাথর জব্দ করে জেলা প্রশাসন। সেখান থেকে সাত ট্রাক পাথর ইতোমধ্যেই সাদাপাথরে ফেরত পাঠানো হয়েছে। আরও প্রায় পাঁচ হাজার ঘনফুট পাথর জব্দ করা হয়েছে, যা শনিবার পর্যটন এলাকায় প্রতিস্থাপন করা হবে।
এর আগে গেল বুধবার গভীর রাত থেকে শুক্রবার বিকেল পর্যন্ত চলা অভিযানে কোম্পানীগঞ্জের বিভিন্ন স্থান থেকে আরও ৪৫ হাজার ঘনফুট পাথর জব্দ করা হয়। জেলা প্রশাসনের সহকারী কমিশনার মো. মাসুদ রানা জানান, উদ্ধারকৃত পাথরের অর্ধেক ইতোমধ্যেই সাদাপাথরে ফেলা হয়েছে, বাকি অংশও ফেরত পাঠানোর কাজ চলছে।
জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার (রাজস্ব শাখা, জেলা ব্র্যান্ডিং ও পর্যটন সেল) আশিক কবির বলেন, স্থানীয় কিছু ক্রাশার মালিক মাটির নিচে পাথর মজুত করে রেখেছিলেন। কলাবাড়ি থেকে উদ্ধার হওয়া বিপুল পাথর এখন একে একে পর্যটন এলাকায় ফিরিয়ে আনা হচ্ছে।
এমএ//