‘আমার রকস্টার’ মিথিলাকন্যাকে পর্দায় দেখে মুগ্ধ সৃজিত
টালিউডের জনপ্রিয় পরিচালক সৃজিত মুখার্জি সম্প্রতি তার প্রিয় মেয়ে আইরাকে পর্দায় দেখে এক অপূর্ব আনন্দ প্রকাশ করেছেন। সাবেক দম্পতি তাহসান ও মিথিলার একমাত্র কন্যা আইরা। তবে ছোট থেকেই সৃজিতের অত্যন্ত আদরের আয়রা। এখন বড় হয়ে পর্দায় উঠে এসেছে। প্রথমবার মেয়ে আইরাকে পর্দায় দেখে সৃজিত নিজেকে ধরে রাখতে পারেননি।
তিনি তার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও শেয়ার করে আইরাকে "আমার রকস্টার" হিসেবে অভিহিত করেছেন।
এদিকে এক সাক্ষাৎকারে সৃজিত তার অনুভূতি প্রকাশ করে বলেন, “বয়স বাড়ছে, কিন্তু মেয়েটা বড় হয়ে যাচ্ছে। সময় যে কত দ্রুত চলে যায়, সেটা অনুভব করছি।” তবে আইরার সঙ্গে সৃজিতের সম্পর্ক একেবারেই অন্যরকম। যেন বাবা-মেয়ের এক অবিচ্ছেদ্য বন্ধনে আবদ্ধ।
সাম্প্রতিক সময়ে মিথিলার সঙ্গে একটি বিজ্ঞাপনে একসঙ্গে দেখা গেছে আইরাকে, যা সৃজিত তার ফেসবুকে শেয়ার করেন। সেই ভিডিওটি রীতিমত ভাইরাল হয়ে যায় এবং তার মাধ্যমে তিনি জানান, “অবশেষে মেয়ে আইরাকে পর্দায় দেখলাম। চোখের সামনে সময় কিভাবে চলে গেল, তা বিশ্বাস করা কঠিন।”
আর সবচেয়ে চর্চিত প্রশ্ন ছিল, সৃজিত কি ভবিষ্যতে তার সিনেমায় আইরাকে অন্তর্ভুক্ত করবেন? উত্তরে সৃজিত জানান, “যদি কোনও চরিত্রে মেলে, আমি অবশ্যই আইরাকে আমার সিনেমায় নিয়ে আসব।”
উল্লেখ্য, মিথিলা এবং তাহসানের ২০০৬ সালের বিয়ের পর ২০১৭ সালে তাদের বিচ্ছেদ হলেও তারা আইরার প্রতি কোনোরকম ভালোবাসা ও যত্নে কখনও কমতি রাখেননি। সৃজিত এবং মিথিলার বিয়ের পর আইরার সঙ্গে তাদের সম্পর্ক আরও মধুর হয়েছে, যা এখন দর্শক-শ্রোতার কাছে আরও বেশি স্পষ্ট।
এসকে//