বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মিনা আক্তার (৪৫) নামে এক গৃহিণীর মৃত্যু হয়েছে। বুধবার (১৩ আগস্ট) বিকেলে উপজেলার তিরনইহাট ইউনিয়নের প্রধান পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুসা মিয়া।
তিরনইহাট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আলমগীর হোসাইন নিহতের পরিবারের বরাত দিয়ে জানান, বুধবার বিকেলে বাড়িতে রান্নার কাজ করছিলেন মিনা আক্তার। এ সময় রান্না ঘরের সুইচবোর্ডে হাত দিলে বিদ্যুতায়িত হয়ে মাটিতে পড়ে যান তিনি।
পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে শালবাহান হাটে পল্লী চিকিৎসকের কাছে নিয়ে যান। এরপর মিনাকে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি মুসা মিয়া বলেন, গৃহিণীর মরদেহ সুরতহাল করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
এমএ//