গোলাগুলিতে ভারতীয় সেনা নিহত
কাশ্মীরের বারামুল্লায় লাইন অফ কন্ট্রোল (এলওসি) বরাবর বন্দুকযুদ্ধে এক ভারতীয় সেনা নিহত হয়েছেন। মঙ্গলবার উরি সেক্টরের চুরান্দা গ্রামে এই ঘটনা ঘটে। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
নিহত সেনা সদস্যের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে ভারতীয় সেনাবাহিনীর চিনার কর্পস এক্সে জানায়, সিপাই অনিল কুমার বারামুল্লা জেলার লাইন অফ কন্ট্রোলে দায়িত্ব পালনকালে নিহত হয়েছেন। তাঁর সাহসিকতা, আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানায়।
এদিকে সেনাবাহিনীর বিভিন্ন সূত্র বলছে, সিপাই অনিল কুমারের নিহতের ঘটনায় তদন্ত শুরু হয়েছে। পাশাপাশি ঘটনায় জড়িত সন্ত্রাসীদের খুঁজে বের করার চেষ্টা চলছে।
এই ঘটনার তিন দিন আগে দক্ষিণ কাশ্মীরের কুলগ্রামে সন্ত্রাসীদের সঙ্গে বন্দুকযুদ্ধে ভারতীয় সেনাবাহিনীর দুই সদস্য নিহত হন।
এনএস/