দুর্ঘটনা

ট্রাক-অটোরিকশার সংঘর্ষে শিশুসহ নিহত ৩

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শিশুসহ তিনজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনা আহত হয়েছেন আরও তিনজন।  প্রাথমিকভাবে হতাহতদের নাম পরিচয় জানা যায়নি।

মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে উপজেলার গোবিন্দগঞ্জ-দিনাজপুর সড়কের মৌসুমীর তেলের পাম্প এলাকায় এ দুর্ঘটনায় ঘটে। গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ঘটনাস্থলে হাইওয়ে পুলিশ পৌঁছেছে। তিনজনের মৃত্যুর কথা শুনেছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। আহতদের গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে। 

আই/এ

 

এ সম্পর্কিত আরও পড়ুন