বাজারে বৃষ্টির প্রভাব: পেঁয়াজ-সবজির বাজার ঊর্ধ্বমুখী
টানা বৃষ্টির প্রভাবে রাজধানীর বাজারে নতুন করে চড়েছে সবজির দাম। সরবরাহ কমে যাওয়ায় এবং কিছু সবজির মৌসুম ফুরিয়ে আসায় বেশিরভাগ সবজি বিক্রি হচ্ছে চড়া দামে। বেড়েছে মাছ, মুরগি, ডিমের দাম। ফলে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র কিনতে গিয়ে হিমশিম খাচ্ছেন সাধারণ ক্রেতারা।
শুক্রবার (০৮ আগস্ট) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, সব ধরনের সবজির দাম ২০ থেকে ৩০ টাকা পর্যন্ত বেড়েছে। বেশিরভাগ সবজি এখন ৮০ থেকে ১২০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে।
বর্তমানে প্রতি কেজি বরবটি বিক্রি হচ্ছে ১২০ টাকায়, ঝিঙা ও চিচিঙ্গা ৮০ টাকা, দেশি শসা ১০০ টাকা, হাইব্রিড শসা ৮০ টাকা, করলা ১০০ টাকা, গোল বেগুন ১২০ টাকা এবং লম্বা বেগুন ১০০ টাকায়। ঢেঁড়স মিলছে ৮০ টাকায়।
এছাড়া গাজর ও টমেটোর কেজি ১৮০ টাকা, পেঁপে ৪০ টাকা, কাঁচা মরিচ ২০০ টাকা, কুমড়া ৫০ টাকা, কঁচু ৮০ টাকা এবং লাউ প্রতিটি ৭০ টাকায় বিক্রি হচ্ছে।
এদিকে স্বস্তি নেই মাছ-মাংসের বাজারে। বড় আকৃতির ইলিশ মাছ বিক্রি হচ্ছে প্রতি কেজি ২১০০ টাকা পর্যন্ত। মাঝারি ইলিশ ১২০০ টাকা থেকে শুরু। রুই মাছ ৩০০ থেকে ৪৫০ টাকা কেজিতে মিলছে।
মুরগির দামও বেড়েছে। ব্রয়লার এখন ১৬০ টাকা কেজি, যেখানে এক সপ্তাহ আগেও ছিল ১৪৫–১৫০ টাকা। দেশি মুরগি ৫৫০–৬০০ টাকা এবং পাকিস্তানি জাতের মুরগি ৩০০ টাকা কেজি। গরুর মাংস বিক্রি হচ্ছে ৭৫০ টাকা ও খাসির মাংস ১২০০ টাকা কেজি দরে।
প্রতি হালি ফার্মের ডিম বিক্রি হচ্ছে ৪৬–৫০ টাকায়, অর্থাৎ ডজনপ্রতি ১৪০–১৪৫ টাকা।
তেল ও মসলার বাজারেও একই চিত্র। লুজ সয়াবিন তেলের দাম বেড়ে দাঁড়িয়েছে ১৭২ টাকা লিটার, যেখানে আগের সপ্তাহে ছিল ১৬২ টাকা। পাম অয়েল ও সুপার পাম অয়েলেও লিটারে ১০–১১ টাকার বেড়েছে।
খোলা ময়দা ৫০–৫৫ টাকা থেকে বেড়ে এখন ৬৫ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। মশুর ডাল (মাঝারি) এখন ১৩৫ টাকা, ছোট দানার ডাল ১৫৫ টাকা ও বড় দানার ডাল মিলছে ৯৫–১১০ টাকায়।
দেশি পেঁয়াজের দাম গিয়ে ঠেকেছে ৮৫ টাকায়, যা এক সপ্তাহ আগেও ছিল ৬০–৬৫ টাকা। দেশি রসুন মিলছে ১৬০ টাকায়, আর আমদানি করা রসুনের কেজি ২২০ টাকা। আমদানি করা আদার দাম ১৮০ থেকে ২৮০ টাকা কেজি পর্যন্ত। এলাচ কেজিপ্রতি বিক্রি হচ্ছে ৫২০০ টাকায়।
এমএ//