জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠান শুরু
জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে আয়োজিত জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। জাতীয় সঙ্গীত এবং জুলাই শহীদদের স্মরণে ১ মিনিট নিরবতা পালনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হয়।
মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল ৫ টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এ আনুষ্ঠানিকতা শুরু হয়।
এর আগে, বিকাল থেকে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা অনুষ্ঠানে যোগ দেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, নজরুল ইসলাম খান, মির্জা আব্বাস ও ড. আব্দুল মঈন খান যোগ দিয়েছেন।
ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের নেতৃত্বে জামায়াতের প্রতিনিধি দল অনুষ্ঠানে যোগ দেয়। আর ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীমের নেতৃত্বে তিন সদস্যের দল অনুষ্ঠানে যোগ দিয়েছেন।
এছাড়া গণধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ, গণসংহতি আন্দোলনের জুনায়েদ সাকি ও ১২ দলীয় জোটের নেতারাও যোগ দিয়েছেন।
এদিকে, জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। রাত ৮টা ২০ মিনিটে বাংলাদেশ টেলিভিশন, বিটিভি নিউজ ও বাংলাদেশ বেতার ভাষণটি একযোগে সম্প্রচার করবে।
আই/এ