রাজনীতি

‘জুলাই ঘোষণাপত্র’ প্রত্যাখ্যান করবে গণঅধিকার পরিষদ

অংশীজনের সঙ্গে আলোচনা ও স্বীকৃতি ছাড়াই জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত করায়। এটি প্রত্যাখ্যান করার সিদ্ধান্ত নিয়েছে গণঅধিকার পরিষদ।

রোববার (৩ আগস্ট) গণঅধিকার পরিষদের পুরানা পল্টনের দলীয় কার্যালয়ে এ ঘোষণা দেন সাধারণ সম্পাদক মো. রাশেদ খান

লিখিত বক্তব্যে তিনি বলেন, এই গণঅভ্যুত্থান শুধু ৩৬ দিনের আন্দোলনে সৃষ্টি হয়নি। দীর্ঘ ১৪-১৫ বছরের ধারাবাহিক লড়াইয়ের শেষ পরিণতি লাভ করে জুলাই মাসে এসে। যারা গণঅভ্যুত্থানকে শুধু ৩৬ দিনের মধ্যে সীমাবদ্ধ রাখতে চায়, তাদের উদ্দেশ্য মূলত অতীতের সব সংগ্রামকে অস্বীকার করা। তাই, বিশেষ করে ২০১৩ সালে শাপলাচত্বরে গণহত্যা এই দেশের আলেম সমাজ ও মাদ্রাসার শিক্ষার্থীদের আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ে জাগ্রত করে তোলে।

রাশেদ খান বলেন, এদিকে ২০১৫ সালের ভ্যাটবিরোধী আন্দোলন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদী করে তোলে। এরপর ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলন ও নিরাপদ সড়ক আন্দোলনের শিক্ষার্থীদের আপোষহীন নবজাগরণ হাসিনার মসনদে আঘাত করে।

ফ্যাসিস্ট হাসিনা শিক্ষার্থীদের দাবির মুখে ২০১৮ সালের ১১ এপ্রিল জাতীয় সংসদে দাঁড়িয়ে ঘোষণা দিতে বাধ্য হয়, আর কোন কোটাই থাকবে না! তখন এই দেশের মানুষের মধ্যে সাহসের বীজ বপন হয় যে, হাসিনার মাথা নত করা যায়।

তিনি বলেন,  আমরা লক্ষ করছি, ইতোমধ্যে জুলাই ঘোষণাপত্রের তারিখ ও সময় নির্ধারণ করেছে অন্তর্বর্তী সরকার। কিন্তু এ বিষয়ে বিপ্লবের অংশীজনদের সঙ্গে কোন আলোচনা করেনি সরকার। বিপ্লবের অংশীজনদের সঙ্গে আলোচনা ও স্বীকৃতি ছাড়া ঘোষণাপত্রকে প্রত্যাখ্যান করবে গণঅধিকার পরিষদ। জুলাই কারও একার নয়, জুলাই আমাদের সবার। কোনো একটা দলকে খুশি করতে ঘোষণাপত্র রচিত হলে; তা হবে ৭১-এর ইতিহাসের মত ২৪-এর ইতিহাসকে একপাক্ষিক ও কুক্ষিগত করা, যা হবে জুলাই চেতনার সম্পূর্ণ পরিপন্থি।

প্রসঙ্গত, উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফের সঞ্চালনায় আরও বক্তব্য দেন সিনিয়র সহ-সভাপতি ফারুক হাসান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন