দেশজুড়ে

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের দাবিতে আবারও মহাসড়ক অবরোধ

দীর্ঘ প্রতীক্ষার পরও স্থায়ী ক্যাম্পাস না পাওয়ার ক্ষোভে উত্তাল হয়ে উঠেছে সিরাজগঞ্জের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। দাবি পূরণ না হওয়ায় আবারও মহাসড় অবরোধ করেছেন তারা। আন্দোলনে একাত্মতা প্রকাশ করে স্থানীয় জনসাধারণও অংশ নেয়,যার ফলে বিসিক বাসস্ট্যান্ড থেকে দিলরুবা বাসস্ট্যান্ড পর্যন্ত দীর্ঘ একটি সড়কজুড়ে যান চলাচল বন্ধ হয়ে যায়।

রোববার (৩ আগস্ট) সকাল থেকেই শাহজাদপুরে ঢাকা-পাবনা মহাসড়কে অবস্থান কর্মসূচিতে অংশ নেন তারা।

অবরোধে অংশ নেওয়া শিক্ষক ও শিক্ষার্থীরা বলেন, "নয়টি বছর পার হলেও আমরা এখনো স্থায়ী ক্যাম্পাসের মুখ দেখিনি। ভাড়া করা ভবনে চলছে আমাদের ক্লাস ও প্রশাসনিক কার্যক্রম, যেখানে নেই কোনো আবাসিক হল, খেলার মাঠ কিংবা বিশ্ববিদ্যালয়ের ন্যূনতম অবকাঠামো।"

তাদের অভিযোগ, শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে ৫১৯ কোটি টাকার প্রকল্প অনুমোদিত হলেও তা পরিকল্পনা কমিশনের একনেকে ডিপিপি অনুমোদনের অপেক্ষায় পড়ে আছে। এতে করে বছরের পর বছর ধরে পিছিয়ে পড়ছে বিশ্ববিদ্যালয়ের কাঙ্ক্ষিত উন্নয়ন।

তাদের দাবি, অবিলম্বে ডিপিপি অনুমোদন দিয়ে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণ কাজ শুরু করতে হবে। অন্যথায় আন্দোলন আরও জোরদার করা হবে বলেও হুঁশিয়ারি দেন শিক্ষক-শিক্ষার্থীরা।

জানা গেছে, চলমান দাবির পরিপ্রেক্ষিতে ২৭ জুলাই থেকেই ধারাবাহিক কর্মসূচি পালন করছেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্টরা। তবে আজকের মহাসড়ক অবরোধ কর্মসূচির মাধ্যমে আন্দোলনে নতুন মাত্রা যুক্ত হলো।

এদিকে প্রায় দুই ঘণ্টা ধরে চলা অবরোধে চরম দুর্ভোগে পড়েন ওই মহাসড়ক ব্যবহারকারী যাত্রীরা। কর্মস্থলে যেতে চাওয়া মানুষ থেকে শুরু করে অ্যাম্বুলেন্স ও মালবাহী যানবাহনের চালকরাও বিপাকে পড়েন।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন