ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় ৭১ হলে আগুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় ৭১ হলের ক্যান্টিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৪ ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
সোমবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ঢাকার বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলের ক্যান্টিনে সন্ধ্যা ৬টা ১৩ মিনিটে আগুন লাগার সংবাদ পান তারা। চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি তিনি।
বিজয় একাত্তর হল সংসদের সহ-সভাপতি হাসান আল বান্না জানান, আনুমানিক সন্ধ্যা ৬টার দিকে আগুন লাগে এবং সাড়ে ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। গ্যাসের সিলিন্ডার থেকে আগুন লাগে এবং মোট চারটি সিলিন্ডার বিস্ফোরিত হয়। তবে কেউ আহত হয়নি।
এর আগে ভূমিকম্প–পরবর্তী উদ্ভূত জরুরি পরিস্থিতিতে আগামী ৬ ডিসেম্বর পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। গতকাল রোববার বিকেল পাঁচটার মধ্যে শিক্ষার্থীরা হল ছাড়েন।
আই/এ