সাগরে ৪ দিন ভেসে থাকার পর ৯ জেলে উদ্ধার, নিখোঁজ ৬
পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে এফবি সাগরকন্যা নামের একটি মাছধরা ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এঘটনায় সমুদ্রে ৪ দিন ভেসে থাকার পর ৯ জেলেকে উদ্ধার করা হয়েছে। নিখোজ জেলেরা হলেন আবদুর রশিদ, নজরুল ইসলাম, রফিক, ইদ্রিস, হারুন ও কালাম।
মঙ্গলবার (২৯ জুলাই) ভোররাতে অন্য জেলেদের দুটি ট্রলার ভাসমান অবস্থায় তাদের উদ্ধার করে বলে জানিয়েছেন মহিপুর থানার (ভারপ্রাপ্ত কর্মকর্তা) ওসি মাহমুদ হাসান।
উদ্ধারকৃত জেলেরা জানান, বৃহস্পতিবার সকালে আবদুর রশিদ মাঝি ১৫ জেলে নিয়ে মহিপুর থেকে ট্রলারটি নিয়ে গভীর সমুদ্রে যায়। ২৫ জুলাই সকালে উপকূল থেকে ৭৫ কি.মি দূরে শেষ বয়া এলাকায় জাল ফেলার পর হঠাৎ একটি ঝড় ও উত্তাল ঢেউয়ের তান্ডবে তাদের ট্রলারটি দুমড়ে মুচড়ে গিয়ে ডুবে যায়।
এসময় ট্রলারে থাকা ১ জন হারিয়ে যায়। বাকি ১৪ জন বাঁশ ও ফ্লুটের সাহায্যে ভাসতে শুরু করলে দু,দুফায় আরও ৫ জন হারিয়ে যায়। পরে তারা ভাসতে ভাসতে শেষ বয়া এলাকায় পৌছলে ভোর রাতে দুটি ট্রলার ওই ৯ জেলেকে উদ্ধার করে।
ওসি মাহমুদ হাসান বলেন, এঘটনায় গত ২৬ জুলাই ট্রলার মালিক কিশোর হাওলাদার জেলে নিখোজ উল্লেখ করে একটি সাধারন ডায়েরি করেছেন। ৯ জন উদ্ধার হয়েছে। নিখোজ ৬ জেলের সন্ধানে তারা চেষ্টা চালাচ্ছেন।
আই/এ