আন্তর্জাতিক

‘আমরা কুকুর নই’ বিমান দিয়ে ত্রাণ সহায়তার নিন্দা ফিলিস্তিনিদের

সোমবার গাজা উপত্যকার কেন্দ্রীয় শহর আল-জাওয়াইদায় আকাশ থেকে ফেলা হয় ত্রাণ। আর এই ত্রাণ সহায়তার বাক্স সংগ্রহ করতে দলে দলে ফিলিস্তিনিরা ছুটে আসেন।

 বাক্সে থাকা খাবারই অনেকের জন্য দিনের একমাত্র আহার। কিন্তু ত্রাণ নিতে আসা ফিলিস্তিনিরা বলছেন, আকাশ থেকে ফেলা সহায়তার পেছনে দৌড়াতে বাধ্য হওয়া তাদের মর্যাদার অবমাননা।

এই সহায়তা অপমানজনক। আমরা কুকুর নই যে সহায়তার পেছনে দৌড়াব, ’ মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-কে বলেন আহমাদ ফায়েজ ফাইয়াদ। অপমান আর ময়লার মধ্যে মারা যাওয়ার চেয়ে আমরা মর্যাদার সঙ্গে অনাহারে মারা যেতে রাজি।  

 

এনএস/ 

এ সম্পর্কিত আরও পড়ুন