আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের ‘অবৈধ হুমকি’ মোকাবিলায় ওপেকের সহায়তা চাইলেন মাদুরো

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘ক্রমবর্ধমান ও অবৈধ হুমকি’ মোকাবিলার জন্য তেল রপ্তানিকারক দেশগুলোর সংগঠন, ওপেক-এর সহায়তা চেয়েছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। রোববার (৩০ নভেম্বর) প্রধান তেল উৎপাদনকারী দেশগুলোর এই জোটের সদস্যদের উদ্দেশে তিনি এই চিঠি পাঠান।

সোমবার (০১ ডিসেম্বর) কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজিরা এই তথ্য জানিয়েছে।

চিঠিতে মাদুরো অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার তেলসম্পদ, যা বিশ্বের বৃহত্তম ‘হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে’।

ভেনেজুয়েলার রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম টেলেসুরে প্রকাশিত চিঠির অনুলিপি থেকে জানা গেছে, আমেরিকার আগ্রাসন ঠেকাতে সর্বোচ্চ সহেযাগিতা চেয়েছেন মাদুরো।

 

এসএইচ//

এ সম্পর্কিত আরও পড়ুন