আন্তর্জাতিক

আকাশ থেকে ত্রান ফেলছে ইসরাইল

গাজায় ইসরাইলী হামলায় ৫০ জনের বেশী নিহত

ফিলিস্তিনের গাজা উপত্যকায় আকাশ থেকে ত্রাণ ফেলেছে ইসরায়েল। গতকাল শনিবার (২৬ জুলাই) বার্তা আদান-প্রদানের মাধ্যম টেলিগ্রামে এই তথ্য জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। একই সঙ্গে গাজায় ত্রাণ সহায়তার লক্ষ্যে মানবিক করিডর খোলার উদ্যোগ নিয়েছে।

ফিলিস্তিনি ভূখণ্ডে ভয়াবহ খাদ্যসংকটের কারনে আন্তর্জাতিক মহলে ব্যাপক সমালোচনার তোপে ইসরায়েল এ কথা জানিয়েছে। 

গাজা উপত্যকায় ত্রাণ প্রবেশের অংশ হিসেবে তারা আকাশ থেকে একবার ত্রাণ সামগ্রী ফেলেছে। 

ইতিমধ্যে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানিয়েছে, জাতিসংঘের ত্রাণবাহী গাড়িবহর যাতে গাজায় খাদ্য ও ওষুধ নিয়ে যেতে পারে, সে লক্ষ্যে মানবিক করিডর করা হবে। এতে মানবিক পরিস্থিতির উন্নতি হবে। পাশাপাশি ইসরায়েলের বিরুদ্ধে গাজা উপত্যকায় ইচ্ছাকৃত দুর্ভিক্ষ সৃস্টির দাবি খণ্ডন হবে।

আজ রোববার (২৭ জুলাই) সকালে গাজার নির্দিষ্ট অংশে ত্রাণ বিতরণ করতে ‘মানবিক বিরতি’ বাস্তবায়ন করা হবে।

তবে মানবিক সহায়তা সংশ্লিষ্ট শীর্ষ কর্মকর্তারা গভীর উদ্বেগ প্রকাশ করে বলেছেন, গাজার ২০ লাখের বেশি মানুষ খাদ্যসংকটে আছে। এসব মানুষের সংকট নিরসনে আকাশ থেকে ফেলা ত্রাণ যথেষ্ট নয়। স্থলপথে আরও বেশি ত্রাণ পাঠানো হবে। এক্ষেত্রে ইসরাইলী বাঁধা দূর করতে হবে। 

গেল মার্চ মাসের ২ তারিখ গাজায় পূর্ণ অবরোধ জারী করে ইসরায়েল। মে মাসের শেষদিকে স্বল্প পরিমাণে ত্রাণ সরবরাহের অনুমতি দিয়েছিলো। 

এদিকে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) জানিয়েছে, তারাও গাজায় আবার আকাশ থেকে ত্রাণ ফেলবে। যুক্তরাজ্য জানিয়েছে, দেশটি গাজায় ত্রাণ সরবরাহে জর্ডান সহ অন্য অংশীদারদের সঙ্গে কাজ করবে।

অন্যদিকে ফিলিস্তিনি বেসামরিক প্রতি রক্ষা দপ্তর জানিয়েছে, সবশেষ ইসরায়েলি হামলা ও গুলিতে আরও ৫০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের কিছু মানুষ ত্রাণ বিতরণ কেন্দ্রের কাছে হত্যাকান্ডের শিকার হয়েছেন। ।

এদিকে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল–জাজিরা জানিয়েছে, অবরুদ্ধ গাজাবাসীর জন্য ত্রাণ সামগ্রী নিয়ে যাওয়া আন্তর্জাতিক অলাভজনক সংস্থা ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের (এফএফসি) জাহাজ হান্দালাকে বাধা দিয়েছে ইসরায়েলি বাহিনী। বিবৃতি দিয়ে ফ্রিডম ফোটিলা জানিয়েছে, জাহাজটির আরোহীদের ‘অপহরণ’ করে নিয়ে গেছে ইসরাইলী বাহিনী। ঘটনার সময় জাহাজটি গাজা উপকূল থেকে প্রায় ৪০ নটিক্যাল মাইল দূরে আন্তর্জাতিক জলসীমায় অবস্থান করছিলো। 

ইসরায়েলিবাহিনী জাহাজটির সব ক্যামেরা বন্ধ করে দিয়েছে। স্থানীয় সময় গতকাল রাত পৌনে ১২টার দিকে অপকর্ম করা হয়। বর্তমানে জাহাজটির সঙ্গে সংস্থাটির আর কোনো যোগাযোগ নেই।

সব কিছু মিলিয়ে ফিলিস্তিনি ভূখণ্ডে সম্প্রতি মানবিক পরিস্থিতি চরম অবনতি হয়েছে। শিশুরা চরম অপুষ্টিতে আছে। আন্তর্জাতিক সংস্থাগুলো এসব সতর্কবার্তা জানাচ্ছে। 

সরকারি পরিসংখ্যানের ভিত্তিতে বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলায় ইসরায়েলে ১২শ ১৯ জন নিহত হন।

পাল্টা আক্রমন হিসেবে ইসরায়েলি হামলায় গাজায় এ পর্যন্ত ৫৯ হাজার ৭শ’৩৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের বেশিরভাগই বেসামরিক মানুষ। 

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন