মায়ামিতে মেসি পেলো তার ‘দেহরক্ষী’
মাঠে কিংবা মাঠের বাইরে বিভিন্ন সময় লিওনেল মেসির ঢাল হয়ে দাঁড়ান রদ্রিগো ডিপল। যার কারণে তাঁকে অনেকে ‘মেসির দেহরক্ষী’ বলেও ডাকেন।
লিওনেল মেসির প্রতি এই প্রেম থেকেই মাত্র ৩১ বছর বয়সেই ইউরোপ ছেড়ে দি পল পাড়ি জমালেন এমএলেসে। ইন্টার মায়ামিতে মেসির সঙ্গে জুটি বাঁধবেন তিনি। আগামীকাল ভোরে সিনসিনাটির বিপক্ষে ম্যাচ শুরুর আগে দি পলকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে ক্লাবটি।
দি পল মায়ামিতে ২০২৫ মৌসুমের জন্য ধারে যোগ দেবেন। তবে এই চুক্তিতে ২০২৯ সাল পর্যন্ত তাঁকে স্থায়ীভাবে ধরে রাখার সুযোগও আছে। এর আগে ২০২১ সালে উদিনেস থেকে আতেলতিকো মাদ্রিদে যোগ দেন এই আর্জেন্টাইন মিডফিল্ডার।