খেলাধুলা

মায়ামিতেই থাকছেন মেসি

মিয়ামিতে আরও চার বছর থাকছেন লিওনেল মেসি। যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকার (এমএলএস) ক্লাব ইন্টার মায়ামির সঙ্গে ২০২৮ মৌসুম পর্যন্ত নতুন চুক্তিতে সই করেছেন আর্জেন্টাইন তারকা। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) ক্লাবের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানানো হয়।

৩৮ বছর বয়সী মেসি ২০২৩ সালের জুলাইয়ে ইন্টার মায়ামিতে যোগ দেন ‘ডিজাইনেটেড প্লেয়ার’ হিসেবে আড়াই বছরের চুক্তিতে। সেই সময় তার আগমন ঘিরে এমএলএসে তৈরি হয়েছিল নজিরবিহীন উত্তেজনা ও বাণিজ্যিক রেকর্ড।

ক্লাবটি একটি বিশেষ ভিডিও প্রকাশ করেছে, যেখানে দেখা যায় মেসি নতুন স্টেডিয়াম ‘মায়ামি ফ্রিডম পার্ক’-এর মাঠে বসে নতুন চুক্তিতে স্বাক্ষর করছেন। ওই মাঠেই আগামী বছর থেকে খেলবে ইন্টার মায়ামি।

চুক্তি নবায়নের পর মেসি বলেন, “মায়ামিতে আসার পর থেকেই আমি ভীষণ খুশি। এখানে আমার ক্যারিয়ার চালিয়ে যেতে পারাটা আনন্দের। নতুন স্টেডিয়ামে মাঠে নামার মুহূর্তটির জন্য আমরা সবাই অপেক্ষা করছি— এটা আমাদের জন্য একেবারেই নতুন অধ্যায়।”

ইন্টার মায়ামির সহ-মালিক হোর্হে মাস জানান, ২০২৬ সালে নতুন স্টেডিয়াম উদ্বোধনী ম্যাচেই মেসিকে মাঠে দেখতে চান তারা। সেই সময় ফোর্ট লডারডেল থেকে দলটি স্থানান্তরিত হবে মায়ামি ফ্রিডম পার্কে।

তিনি বলেন, “আমরা শুরু থেকেই বলেছিলাম— এমন একটি ক্লাব গড়ব, যা মায়ামির ইতিহাস, পরিশ্রম ও আবেগকে প্রতিনিধিত্ব করবে। মেসির ২০২৮ পর্যন্ত থাকা আমাদের সেই স্বপ্নকে আরও শক্তিশালী করে।”

ক্লাবটির আরেক সহ-মালিক ডেভিড বেকহ্যাম বলেন, “আমরা চেয়েছিলাম বিশ্বের সেরাদের একজনকে মায়ামিতে আনতে, আর মেসি তারই প্রতিফলন। তিনি শুধু আমাদের ক্লাব নয়, এই শহরের জন্যও এক অনুপ্রেরণা।”

২০২৩ সালে ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর থেকেই আটবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকা ক্লাবটিকে বদলে দিয়েছেন। তার নেতৃত্বে দল জিতেছে লিগস কাপ, সাপোর্টার্স’ শিল্ড এবং তৈরি করেছে এক মৌসুমে সর্বাধিক পয়েন্টের রেকর্ড।

ব্যক্তিগতভাবেও মেসি পেয়েছেন সাফল্যের ঝুলিতে নতুন পালক— ২০২৪ সালে এমএলএসের সেরা খেলোয়াড় (MVP) নির্বাচিত হন এবং ২০২৫ মৌসুমে মাত্র ২৮ ম্যাচে ২৯ গোল করে জেতেন গোল্ডেন বুট। চলতি মৌসুমেও তিনি এমভিপি পুরস্কারের প্রধান দাবিদার বলে মনে করা হচ্ছে।

 

মেসির উপস্থিতিতেই ইন্টার মায়ামি শুধু মাঠের পারফরম্যান্সে নয়, দর্শকসংখ্যা, স্পনসরশিপ ও বৈশ্বিক জনপ্রিয়তায়ও নতুন উচ্চতায় পৌঁছেছে— আর তার নতুন চুক্তি সেই যাত্রাকে আরও দীর্ঘ করল

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন