সিরিয়ায় বিস্ফোরণে নিহত ৪, আহত শতাধিক
সিরিয়ার ইদলিব প্রদেশে বৃহস্পতিবার বিস্ফোরণে নিহত হয়েছে ৪ জন ও আহত হয়েছে শতাধিক। সিরিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাতে রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়, মারাত মিসরিন প্রদেশে বিস্ফোরণে চারজন নিহত হয়েছে ও আহত হয়েছে ১১৬ জন। অন্যদিকে হোয়াইট হেলমেটস নামে পরিচিত সিরিয়ার সিভিল ডিফেন্সের মতে, ওই বিস্ফোরণের ঘটনায় ৬ জন নিহত হয়েছে।
প্রাথমিকভাবে বিস্ফোরণের কারণ জানা যায়নি।
এনএস/