অর্থনীতি

একদিনের ব্যবধানে আবারও বাড়ছে সোনার দাম

২৪ ঘণ্টার ব্যবধানে দেশের বাজারে সোনার দাম আবারও বাড়ছে। এবার ভরি প্রতি ১ হাজার ৫৭৪ টাকা বাড়ছে। ফলে দুই দিনে প্রতি ভরি সোনার দাম বাড়ল ২ হাজার ৬২৪ টাকা।

বুধবার (২৩ জুলাই) রাতে বাংলাদেশ জুয়েলার্স সমিতি সোনার দাম সমন্বয় করার সিদ্ধান্ত জানায়। এতে বলা হয়, স্থানীয় বাজারে বিশুদ্ধ সোনার দাম বেড়েছে। এ জন্য সমিতির সোনার দাম নির্ধারণ ও তদারকি কমিটি দাম পুনর্নির্ধারণ করেছে। পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত এই দর বলবৎ থাকবে। নতুন দর আগামীকাল বৃহস্পতিবার থেকে সারা দেশে কার্যকর হবে।

জুয়েলার্স সমিতির সিদ্ধান্ত অনুযায়ী, কাল বৃহস্পতিবার থেকে দেশের বাজারে হলমার্ক করা প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট মানের সোনা ১ লাখ ৭৩ হাজার ১৭৫ টাকা, ২১ ক্যারেট ১ লাখ ৬৫ হাজার ৩০২ টাকা এবং ১৮ ক্যারেট ১ লাখ ৪১ হাজার ৬৮৩ টাকায় বিক্রি হবে। এ ছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম বেড়ে হবে ১ লাখ ১৭ হাজার ২২৩ টাকা।

তবে সোনার দাম বাড়লেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে। হলমার্ক করা ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ২ হাজার ৮১১ টাকা। সনাতন পদ্ধতির রুপার দাম ১ হাজার ৭২৭ টাকা।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন