শিক্ষার্থীদের ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ
রাজধানীর উত্তরায় বিমান দুর্ঘটনায় মাইলস্টোন স্কুলের হতাহত শিক্ষার্থীদের সঠিক তথ্য প্রদান ও গভীর রাতে চলমান এইচএসসি পরীক্ষা স্থগিতের সিদ্ধান্তের প্রতিবাদে ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা।
মঙ্গলবার (২২ জুলাই) দুপুর ১২ টার দিকে নথুল্লবাদ এলাকায় বরিশাল শিক্ষা বোর্ড এবং এর সামনের ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির সিকদার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। বিকেল ৬ টার কিছু পরে তারা অবরোধ তুলে নেয়।
আন্দোলনরত শিক্ষার্থী সাকিবুল ইসলাম বলেন, ‘দুর্ঘটনায় কতজন নিহত হয়েছে তার সঠিক তথ্য দিচ্ছে না সরকার। আমরা আরও দেখেছি এইচএসসি পরীক্ষা নিয়ে ছলচাতুরি করছে। যেখানে সারা দেশ শোকে স্তব্ধ সেখানে শিক্ষা উপদেষ্টা আমাদের সাথে ইঁদুর বিড়াল খেলছেন’।
শিক্ষার্থী ইমরান হোসেন বলেন, ‘সরকারের আচরণও ফ্যাসিস্টের মতো হয়ে গেছে। কোনো কিছু বললেই পুলিশ, আর্মি পাঠায়। আমরা বলতে চাই হাসিনা দানব শিক্ষার্থীদের সাথে পারেনি। আর আপনাকে আমরা বসিয়েছি। আমাদেরকে ভুল বুঝানোর চেষ্টা করা উচিত না’।
তিনি বলেন, সাড়ে ৩টার দিকে তারা সড়ক ছেড়ে দিয়েছিলেন। কিন্তু ঢাকায় ছাত্রদের ওপর হাত তোলা হয়েছে।শিক্ষার্থীরা কারো রক্তচক্ষুকে ভয় পাই না। শিক্ষা উপদেষ্টাকে চলে যেতে হবে। শিক্ষকদের গায়ে হাত তোলা সেনা সদস্যদের ক্ষমা চাইতে হবে। নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে। পুরোনো বিমান বাতিল করতে হবে। সব দাবি মেনে না নেওয়া পর্যন্ত সড়ক ছাড়বেন না।
এর আগে দুপুরে বিমান দুর্ঘটনায় মাইলস্টোন স্কুলে নিহত শিক্ষার্থীদের গায়েবানা জানাজা পড়েন শিক্ষার্থীরা। পরে তাদের রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়।
আই/এ