আহত-নিহতের তথ্য জানতে বিমানবাহিনীর জরুরি যোগাযোগ নম্বর
রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় আহত ও নিহতদের তথ্য সংগ্রহ এবং জরুরি সহায়তার জন্য বিমানবাহিনী তিনটি যোগাযোগ নম্বর প্রকাশ করেছে।
মঙ্গলবার (২২ জুলাই) বিকেলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, উত্তরায় যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় আহত ও নিহতদের তথ্য এবং জরুরি সহায়তার জন্য যোগাযোগের বিমানবাহিনীর পক্ষ থেকে তিনটি নম্বর দেওয়া হলো। জরুরি প্রয়োজনে এ নম্বরগুলোতে যোগাযোগ করুন।
নম্বরগুলো হলো জরুরি সেল (২৪ ঘণ্টা): ০১৭৬৯৯৯৩৫৫৮ (হোয়াটসঅ্যাপসহ সক্রিয়)। কন্ট্রোল সেন্টার: ০১৭৬৯৯৯৩৮৮৮, ০২-৫৫০৬৩৫৭০
উল্লেখ্য, উত্তরার দিয়াবাড়ীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে সোমবার (২১ জুলাই) দুপুর ১টা ১৮ মিনিটের দিকে বিমান বাহিনীর এফ-৭ বিজজিআই (৭০১) মডেলের প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হয়। আছড়ে পড়ার সঙ্গে সঙ্গে বিমানটিতে আগুন ধরে যায়।
এ ঘটনায় এখন পর্যন্ত ৩১ জনের মৃত্যু এবং ১৬৫ জন আহত হয়েছেন।
এসি//