তবে কি এবার অভিনয় ছেড়ে রাজনীতিতে আসছেন ঋত্বিকা !
গুঞ্জন উঠেছে এবার টালিউড অভিনেত্রী ঋত্বিকা সেন নাকি রাজনীতিতে যোগ দেবেন। চলতি বছরের মার্চ মাসে হঠাৎ করেই এই অভিনেত্রী আলোচনায় আসেন, যখন শোনা যায় তিনি আগামী বছরের বিধানসভা নির্বাচনে শাসক দলের হয়ে লড়তে পারেন।
এমনকি তৃণমূলের সমাবেশ মঞ্চ থেকেও এই ঘোষণা আসতে পারে বলে গুঞ্জন চলছে।

এর আগে বাংলা চলচ্চিত্র জগতের অনেক তারকাই বিভিন্ন নির্বাচনে প্রার্থী হয়েছেন। অভিনেতা দেব, মিমি চক্রবর্তী, নুসরাত জাহান, সোহম চক্রবর্তী, কাঞ্চন মল্লিক, রচনা বন্দ্যোপাধ্যায় এরা সবাই রাজনীতিতে যোগ দিয়ে সফল হয়েছেন। কিছু তারকা সংসদ সদস্য এবং বিধায়ক পদে নির্বাচিত হয়েছেন।

ঋত্বিকা এই গুঞ্জনের বিষয়ে মন্তব্য করে বলেছেন, রাজনীতিতে আসার কোনও পরিকল্পনা তার নেই।

তবে গেল মার্চে একটি সাক্ষাৎকারে তিনি জানান, আমি কখনো এ ধরনের গুঞ্জন ছড়াইনি। দলের প্রচারে বহুবার অংশ নিয়েছি। তবে রাজনীতিতে যোগ দেয়ার কোনও প্রশ্নই ওঠে না।

এ বিষয়ে ঋত্বিকা বলেন, ‘রাজনীতি আমি বুঝি না। এখনও রাজনীতিতে যোগ দেয়ার বয়স তার হয়নি। তবে যদি কোনও দিন সুযোগ আসে তাহলে সে অবশ্যই তা বিবেচনা করে দেখবেন। এখন সে বিজ্ঞাপন ছবির শুটিংয়ে ব্যস্ত আছি।

তবে সম্প্রতি আবারও শোনা যাচ্ছে, তৃণমূল সমাবেশে ঋত্বিকার হাতে নতুন দায়িত্বভার তুলে দেয়া হতে পারে। আগামী বিধানসভা নির্বাচনে তাকে নতুন মুখ হিসেবে দেখা যেতে পারে।
এসকে//