জাতীয়

বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের ভবিষ্যৎ দেখছি না: প্রেস সচিব

দেশের জনগণের কাছে আওয়ামী লীগের গ্রহণযোগ্যতা নেই বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, বর্তমান বাস্তবতায় বাংলাদেশের রাজনীতিতে দলটির সামনে কোনো দৃশ্যমান ভবিষ্যৎ নেই।

শুক্রবার (০২ জানুয়ারি) সকালে মাগুরার নিজনান্দুয়ালী নিতাই গৌর সেবাশ্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

প্রেস সচিব বলেন, আওয়ামী লীগের অনেক নেতাকর্মী বিদেশে অবস্থান করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছেন। তারা দাবি করছেন হাজার হাজার পুলিশ সদস্য নিহত হয়েছেন এবং গণ-আন্দোলনে অংশ নেওয়া বিপুলসংখ্যক তরুণ-তরুণীকে জঙ্গি হিসেবে চিত্রিত করার চেষ্টা করছেন। 

এ ধরনের বক্তব্য আন্তর্জাতিক অঙ্গনে ভুল বার্তা ছড়াচ্ছে এবং পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে বলেও তিনি মন্তব্য করেন।

শফিকুল আলম বলেন, গেল ১৭ মাসেও আওয়ামী লীগ তাদের রাজনৈতিক ভুলের দায় স্বীকার করেনি। এখন মনোনয়নপত্র নেওয়ার প্রক্রিয়াও শেষের দিকে। এই পর্যায়ে এসে ভুল স্বীকার করলেও সময় শেষ হয়ে গেছে। 

তিনি আরও বলেন, রাজনীতিতে টিকে থাকতে হলে আত্মসমালোচনা ও দায়িত্বশীলতা অপরিহার্য। জনগণের বিশ্বাস পুনরুদ্ধার করতে চাইলে অতীতের ভুল স্বীকার করা ছাড়া অন্য কোনো পথ নেই।

এ সময় হাদী হত্যাকাণ্ড প্রসঙ্গে প্রেস সচিব জানান, আইনশৃঙ্খলা বাহিনী ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট ভিডিও ফুটেজ বিশ্লেষণ করছে। খুনি কোথায় আছে, সে বিষয়ে পুলিশ যে তথ্য পেয়েছে, তা যাচাই শেষে বিস্তারিত জানানো হবে।

এসময় পরিদর্শনকালে উপস্থিত ছিলেন নিতাই গৌর সেবাশ্রমের অধ্যক্ষ মহারাজ শ্রী শ্রী চিন্ময়ানন্দ চঞ্চল, তরুণ ভৌমিকসহ আরও অনেকে।

 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন