জামায়াতের জাতীয় সমাবেশের মূল পর্ব শুরু
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ শুরু হয়েছে। শনিবার (১৯ জুলাই) দুপুর ২টায় কুরআন তেলাওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিক কার্যক্রমের সূচনা হয়।
এর আগে সকাল ৯টা ৪০ মিনিট থেকে শুরু হয় সাংস্কৃতিক পরিবেশনা, যেখানে সাইমুম শিল্পী গোষ্ঠী অংশ নেয় এবং সঞ্চালনার দায়িত্বে ছিলেন সাইফুল্লাহ মানসুর।
দুপুর ১২টার কিছু পর সমাবেশস্থলে আসেন দলের আমির ডা. শফিকুর রহমান। তার আগমনে রাস্তার দু’পাশে অবস্থান নেওয়া নেতাকর্মীরা স্লোগানে মুখরিত হয়ে তাকে স্বাগত জানান। এসময় তিনি হাত নেড়ে উপস্থিত জনতাকে শুভেচ্ছা জানান।
আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে আয়োজিত এই সমাবেশ ঘিরে দলটির ৭ দফা দাবি তুলে ধরা হয়েছে। এতে সকাল থেকেই বিপুলসংখ্যক নেতা-কর্মী ও সমর্থকের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সমাবেশ শুরুর আগেই সোহরাওয়ার্দী উদ্যান কানায় কানায় পূর্ণ হয়ে যায়। আশপাশের এলাকাও ভরে ওঠে কর্মীদের ঢল।
অনেকেই হাতে দলীয় প্রতীক ‘দাঁড়িপাল্লা’ বহন করেছেন। কেউ কেউ সেই প্রতীক খচিত টি-শার্ট ও পাঞ্জাবি পরে অংশ নিয়েছেন সমাবেশে।
দলটির ঘোষিত ৭ দফা দাবি হলো-
১. সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য সমান সুযোগ নিশ্চিত করা,
২. গণহত্যার বিচার সম্পন্ন করা,
৩. প্রয়োজনীয় সাংবিধানিক সংস্কার,
৪. ‘জুলাই সনদ’ বাস্তবায়ন,
৫. জুলাইয়ের ঘটনায় আহত ও নিহতদের পরিবারের পুনর্বাসন,
৬. সংখ্যানুপাতিক পদ্ধতিতে (পিআর) নির্বাচন আয়োজন,
৭. প্রবাসী ভোটারদের ভোটাধিকার নিশ্চিত করা।
বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো এককভাবে সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ করছে দলটি।