ভারতীয় বিমান চলবে না পাকিস্তানের আকাশে
ভারতের উপর আকাশসীমা ব্যবহার সংক্রান্ত নিষেধাজ্ঞার মেয়াদ আরও এক মাস বাড়িয়েছে পাকিস্তান। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৩ আগস্ট পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।
শুক্রবার (১৮ জুলাই) পাকিস্তানের শীর্ষস্থানীয় গণমাধ্যম জিও নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
পাকিস্তান বিমানবন্দর কর্তৃপক্ষ একটি নতুন নোটিশ টু এয়ারমেন (NOTAM) জারি করেছে। এতে বলা হয়েছে, ভারতের রেজিস্ট্রেশনের অধীনে থাকা সব ধরনের বিমান পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করতে পারবে না—ওভারফ্লাইট, ট্রানজিট বা যেকোনো ধরনের চলাচল নিষিদ্ধ।
নিষেধাজ্ঞাটি প্রথম কার্যকর হয় ২৩ এপ্রিল, এবং এরপর থেকে নিয়মিতভাবে তা নবায়ন করা হচ্ছে। পাকিস্তান কর্তৃপক্ষ জানিয়েছে, পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত নিষেধাজ্ঞা বলবৎ থাকবে, এবং কোনো ব্যতিক্রম প্রযোজ্য হবে না।
এই নিষেধাজ্ঞার পেছনে রয়েছে ভারত-পাকিস্তানের মধ্যে সম্প্রতি বৃদ্ধি পাওয়া উত্তেজনা। ভারত অধিকৃত কাশ্মীরের পহেলগামে প্রাণঘাতী হামলার পর ভারত সিন্ধু পানি চুক্তি সাময়িকভাবে স্থগিত করে। প্রতিক্রিয়ায় পাকিস্তান ভারতের জন্য আকাশসীমা বন্ধের সিদ্ধান্ত নেয়।
হামলার জবাবে ভারত পাকিস্তানে সামরিক অভিযান চালায়, যাতে কয়েকজন পাকিস্তানি নাগরিক নিহত হন। পাল্টা জবাবে পাকিস্তানও ভারতের লক্ষ্যবস্তুতে হামলা চালায়। পরিস্থিতি যখন চরমে, তখন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি প্রতিষ্ঠিত হয়।
আকাশসীমা বন্ধের সরাসরি প্রভাব পড়েছে ভারতীয় এয়ারলাইন্সগুলোর উপর। দীর্ঘ দূরত্বের ফ্লাইটগুলো পাকিস্তানের আকাশসীমা এড়িয়ে যেতে বাধ্য হওয়ায় অতিরিক্ত জ্বালানি খরচ এবং যাত্রার সময় বেড়ে গেছে। ফলে কয়েক কোটি টাকার ক্ষতির মুখে পড়েছে ভারতীয় এভিয়েশন খাত।
বিশেষজ্ঞদের মতে, দুই দেশের রাজনৈতিক টানাপোড়েন যতদিন চলবে, আকাশপথে এই ধরনের নিষেধাজ্ঞা অব্যাহত থাকতে পারে। এতে শুধু বিমান সংস্থাগুলোই নয়, ভুগতে হবে সাধারণ যাত্রীদেরও।
এসি//