আন্তর্জাতিক

গাজায় ইসরাইলি হামলায় আরও ৪১ জনের মৃত্যু

ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় হামলা অব্যাহত রেখেছে দখলদার ইসরাইলি বাহিনী। শুক্রবার (১৮ জুলাই) সারাদিনের বোমা হামলা চালিয়ে প্রাণ হারিয়েছেন অন্তত ৪১ জন, আহত হয়েছেন আরও ১১০ জন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় সন্ধ্যায় এই তথ্য নিশ্চিত করেছে। খবর সূত্র: আনাদোলু এজেন্সি।

২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় সামরিক অভিযান শুরু করে ইসরাইলি  সেনাবাহিনী (আইডিএফ)। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসেব অনুযায়ী, তখন থেকে এ পর্যন্ত নিহত হয়েছেন মোট ৫৮,৬৬৭ জন ফিলিস্তিনি, আর আহত হয়েছেন প্রায় ১ লাখ ৪০ হাজার মানুষ।

এই সংঘাতের সূচনা ঘটে ২০২৩ সালের ৭ অক্টোবর। ফিলিস্তিনের রাজনৈতিক ও সামরিক গোষ্ঠী হামাস ইসরাইলে হঠাৎ আক্রমণ চালায়। ওই হামলায় প্রায় ১,২০০ জন নিহত হন এবং ২৫১ জনকে জিম্মি করে নিয়ে যাওয়া হয়। এরপরই ইসরাইল হামাসের বিরুদ্ধে প্রতিশোধমূলক অভিযান শুরু করে।

প্রায় ১৫ মাস টানা হামলার পর, আন্তর্জাতিক চাপের মুখে ইসরাইল গত ১৯ জানুয়ারি যুদ্ধবিরতির ঘোষণা দেয়। কিন্তু যুদ্ধবিরতির দুই মাস পার হতেই, ১৮ মার্চ থেকে আবারও গাজায় সামরিক অভিযান শুরু করে আইডিএফ।

দ্বিতীয় দফার এই অভিযানে এখন পর্যন্ত আরও ৭,৮৪৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন প্রায় ২৮ হাজার মানুষ।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন