দেশজুড়ে

গোপালগঞ্জে ১৪ ঘণ্টা কারফিউ শিথিল

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশকে কেন্দ্র করে সংঘটিত সংঘর্ষের পর আরোপিত কারফিউ শিথিল করা হয়েছে। শনিবার (১৯ জুলাই) সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত এই শিথিলতা কার্যকর থাকবে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

শুক্রবার রাতে জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, পরিস্থিতি পর্যবেক্ষণ ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

এর আগে গেল বুধবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ ঘিরে গোপালগঞ্জ শহরে দফায় দফায় সংঘর্ষ ছড়িয়ে পড়ে। সহিংসতা, আগুন দেওয়া ও ককটেল বিস্ফোরণের পরপরই প্রথমে ১৪৪ ধারা জারি করা হয়। সন্ধ্যার পর পরিস্থিতি আরও খারাপ হওয়ায় রাতে কারফিউ আরোপ করা হয়।

এরপর বৃহস্পতিবার এক ব্রিফিংয়ে ঢাকার বিভাগীয় কমিশনার কারফিউর মেয়াদ শুক্রবার সন্ধ্যা পর্যন্ত বাড়ানোর ঘোষণা দেন। সেদিন দুপুরে তিন ঘণ্টার জন্য কারফিউ সাময়িক শিথিল করা হয়। পরে শুক্রবার রাত ১১টার দিকে প্রশাসন আবার ঘোষণা দেয়, শনিবার রাত ৮টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে।

সহিংস এই ঘটনার শুরু হয় বুধবার এনসিপির সমাবেশ ঘিরে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের মাধ্যমে। এতে এ পর্যন্ত পাঁচজন নিহত হয়েছেন।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন