আন্তর্জাতিক

মার্কিন মধ্যস্ততায় যুদ্ধবিরতিতে সম্মত ইসরাইল-সিরিয়া

সিরিয়ায় চলমান উত্তেজনার মধ্যেই ইসরাইল ও সিরিয়া একটি যুদ্ধবিরতিতে পৌঁছেছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের তুরস্কে নিযুক্ত রাষ্ট্রদূত ও সিরিয়া বিষয়ক দূত টম ব্যারাক। শুক্রবার (১৮ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক বার্তায় তিনি জানান, এই সিদ্ধান্তকে ইতিবাচকভাবে গ্রহণ করেছে তুরস্ক, জর্ডানসহ আশপাশের বেশ কয়েকটি দেশ।

এ চুক্তিকে বলা হচ্ছে একটি কূটনৈতিক মাইলফলক। দীর্ঘদিনের অস্থিরতা ও বিভাজনের পথ পেরিয়ে মধ্যপ্রাচ্যে শান্তির একটি সম্ভাব্য অধ্যায় শুরু হতে পারে।

ব্যারাক বলেন, ‘সিরিয়ার দ্রুজ, বেদুইন ও সুন্নি সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাচ্ছি সহিংসতা বন্ধ করে একসাথে একটি শান্তিপূর্ণ ও ঐক্যবদ্ধ ভবিষ্যতের দিকে এগিয়ে যান।’

ইসরাইল গত বুধবার সিরিয়ার রাজধানী দামেস্কে বিমান হামলা চালায়, যার লক্ষ্য ছিল সরকারি স্থাপনাসমূহ। ইসরাইল দাবি করেছে, এই হামলার উদ্দেশ্য ছিল দ্রুজ সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা। বহুদিন ধরে সিরিয়ায় বসবাসকারী এই গোষ্ঠী সম্প্রতি সরকারপন্থিদের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়ে।

সিরিয়ান কর্তৃপক্ষ জানায়, বুধবারের হামলায় অন্তত তিনজন নিহত হয়েছে। হামলার একটি দৃশ্য সংবাদ সম্প্রচারের সময় সরাসরি প্রচারেও ধরা পড়ে, যেখানে বিস্ফোরণের শব্দে একজন উপস্থাপক আতঙ্কে মাথা নিচু করে ফেলেন।

সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা জাতির উদ্দেশে দেওয়া ভাষণে জানান, দক্ষিণাঞ্চলীয় সুয়েইদা এলাকা থেকে সরকারি বাহিনী সরিয়ে নেওয়া শুরু হয়েছে। 

তিনি জানান, দ্রুজ সম্প্রদায়ের সঙ্গে আলাদাভাবে একটি যুদ্ধবিরতি চুক্তিও হয়েছে। তবে একই বক্তব্যে শারা সতর্ক করে বলেন, ‘ইসরাইল আমাদের মধ্যে বিভাজন সৃষ্টি করতে চায় এবং গোটা অঞ্চলকে আবারও সহিংসতায় ঠেলে দিতে চায়।’

 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন