‘জুলাই শহীদ’ স্মরণে বিএনপির দোয়া মাহফিল ও মৌন মিছিল
সিরাজগঞ্জে দোয়া মাহফিল ও মৌন মিছিলের আয়োজনের মধ্যে দিয়ে ‘জুলাই শহীদ’দের স্মরণ করা হয়েছে ।
শুক্রবার (১৮ জুলাই) বাদ জুমা জেলা বিএনপির উদ্যোগে কেন্দ্রীয় জামে মসজিদে এ আয়োজন অনুষ্ঠিত হয়।মাহফিলে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ, বিশেষ করে বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেন।
দোয়া মাহফিলে শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন মসজিদের ইমাম ও খতিব মুফতি হাফেজ মাওলানা আবদুল্লাহ। তিনি দেশ ও জাতির শান্তি ও অগ্রগতিও কামনা করেন।
দোয়া মাহফিল শেষে কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে একটি মৌন মিছিল বের করা হয়। শহীদদের স্মরণে নিরব এই মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বড় বাজার এলাকায় গিয়ে শেষ হয়।
সংক্ষিপ্ত বক্তব্যে রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি অমর কৃষ্ণ দাস, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শামীম খান, যুগ্ম সাধারণ সম্পাদক ও সিনিয়র সাংবাদিক হারুন অর রশিদ খান হাসান এবং সাংগঠনিক সম্পাদক আবু সাইদ সুইট।
বক্তারা বলেন, “জুলাই আন্দোলনের শহীদরা দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য জীবন দিয়েছেন। তাদের আত্মত্যাগ বৃথা যেতে পারে না। আজও আমরা সেই চেতনা বুকে ধারণ করে সামনের পথে এগিয়ে চলেছি।”
মিছিলে জেলা বিএনপির নেতাকর্মীদের পাশাপাশি যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরাও উপস্থিত ছিলেন।
আই/এ