অর্থনীতি

১০ বেসরকারি ব্যাংকে টেকসই রেটিং দিলো বাংলাদেশ ব্যাংক

বাংলাদেশ ব্যাংকের ২০২৪ সালের ‘সাস্টেইনেবিলিটি রেটিং’-এ দেশের ১০টি বেসরকারি ব্যাংক ও ২টি আর্থিক প্রতিষ্ঠান পেয়েছে টেকসই প্রতিষ্ঠানের স্বীকৃতি। কেন্দ্রীয় ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স বিভাগ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়,  টেকসই আর্থিক কার্যক্রম ও পরিবেশবান্ধব উদ্যোগে এগিয়ে থাকা এসব প্রতিষ্ঠানকে মূল্যায়ন করা হয়েছে পাঁচটি সূচকের ভিত্তিতে—টেকসই অর্থায়ন, সামাজিক দায়বদ্ধতা, পরিবেশবান্ধব প্রকল্পে বিনিয়োগ, ব্যাংকিং সেবার ব্যাপ্তি এবং কোর ব্যাংকিংয়ে টেকসই চর্চা।

টেকসই রেটিং পাওয়া ব্যাংকগুলো হলো—ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, ডাচ-বাংলা ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, যমুনা ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, এনসিসি ব্যাংক, প্রাইম ব্যাংক, পূবালী ব্যাংক এবং শাহজালাল ইসলামী ব্যাংক।

এছাড়া আইডিএলসি ফাইন্যান্স এবং আইপিডিসি ফাইন্যান্সও টেকসই আর্থিক প্রতিষ্ঠানের তালিকায় জায়গা করে নিয়েছে। এই দুই প্রতিষ্ঠান দ্বিতীয়বারের মতো টানা টেকসই রেটিংয়ে স্থান ধরে রাখতে সক্ষম হয়েছে।

উল্লেখ্য, ২০২০ সাল থেকে বাংলাদেশ ব্যাংক টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনে ‘সাস্টেইনেবিলিটি রেটিং’ চালু করে।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন