১ ও ২ টাকার কয়েন নিয়ে বাংলাদেশ ব্যাংকের জরুরি বিজ্ঞপ্তি
দেশে প্রচলিত ১ ও ২ টাকার ধাতব মুদ্রা (কয়েন) বৈধ মুদ্রা—এ কথা পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ ব্যাংক। একইসঙ্গে এসব কয়েন গ্রহণে অস্বীকৃতি জানানোকে প্রচলিত আইনের লঙ্ঘন বলে সতর্ক করেছে প্রতিষ্ঠানটি।
বুধবার (১৫ অক্টোবর) রাতে বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব কমিউনিকেশন্স অ্যান্ড পাবলিকেশন্স থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি দেশের কিছু এলাকায় ১ ও ২ টাকার ধাতব মুদ্রা লেনদেনে অনীহা দেখা যাচ্ছে, যা আইনবিরোধী। কাগুজে নোটের পাশাপাশি প্রচলিত সব ধরনের ধাতব মুদ্রাও বৈধ মুদ্রা হিসেবে গণ্য হবে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, জাতীয় স্বার্থে কয়েনের ব্যবহার ও গ্রহণে সবাইকে সচেতন হতে হবে। পাশাপাশি গণমাধ্যমকে এ বিষয়ে সচেতনতামূলক প্রচারে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
এমএ//