পাকিস্তানে ভয়াবহ দুর্যোগ, একদিনেই প্রাণ গেল ৬০ জনের
পাকিস্তানে টানা বর্ষণে সৃষ্টি হয়েছে ভয়াবহ দুর্যোগ। আকস্মিক বন্যা ও নানা দুর্ঘটনায় গেল ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছেন অন্তত ৬০ জন। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, চলতি মৌসুমে এখন পর্যন্ত প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে অন্তত ১৮৬ জনে।
বৃহস্পতিবার (১৭ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম ডন।

প্রতিবেদনে বলা হয়, গতকাল বুধবার সকাল থেকে পাঞ্জাব প্রদেশজুড়ে ভারি বৃষ্টি অব্যাহত রয়েছে। এতে নদীর পানি বিপজ্জনকভাবে বেড়ে যাওয়ায় রাওয়ালপিন্ডির তীরবর্তী এলাকাগুলোর মানুষকে দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন।
জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের এক মুখপাত্র জানান, একদিনেই দেশজুড়ে ৬০ জন মারা গেছেন এবং আহত হয়েছেন আরও অন্তত ২২৭ জন। এর মধ্যে অধিকাংশ হতাহতের ঘটনা ঘটেছে পাঞ্জাবেই। জুনের শেষ সপ্তাহে শুরু হওয়া বর্ষায় এখন পর্যন্ত মারা গেছেন ৭০ জন শিশু সহ প্রায় ১৮৬ জন, আর আহতের সংখ্যা প্রায় ৫০০।

পরিস্থিতির অবনতি হওয়ায় রাওয়ালপিন্ডিতে বৃহস্পতিবার সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে এবং সবাইকে ঘরে থাকার আহ্বান জানানো হয়েছে। এদিকে, জাতীয় আবহাওয়া অফিস সতর্ক করে জানিয়েছে, ভারি বর্ষণ চলবে আগামী শুক্রবার পর্যন্ত।
উল্লেখ্য, ২০২২ সালেও ভয়াবহ বন্যা ও অতিবৃষ্টিতে দেশটিতে প্রাণ হারিয়েছিলেন প্রায় ১ হাজার ৭০০ জন। এবারের দুর্যোগ পরিস্থিতি সেই ভয়াবহ স্মৃতি আবারও মনে করিয়ে দিচ্ছে দেশবাসীকে।
এমএ//